ভারতের ৭ সদস্য করোনা পজিটিভ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। ৭ জন সদস্য কোভিড পজিটিভ হয়েছেন দলে। এরমধ্যে ক্রিকেটার ৪ জন ও বাকি ৩ জন সাপোর্ট স্টাফের সদস্য।
আক্রান্ত ক্রিকেটাররা হলেন ওপেনার শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার এবং স্ট্যান্ড বাই পেসার নভদীপ সাইনি। সঙ্গে আক্রান্ত দলের ফিল্ডিং কোচ টি. দিলীপ, থেরাপিস্ট রাজীব কুমার এবং নিরাপত্তা অফিসার বি. লোকেশ।
তবে বিকল্প ক্রিকেটার হিসেবে আপাতত একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। দলে যোগ দিয়েছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আজ বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
আহমেদাবাদের টিম হোটেলে ওঠার আগে কোভিড পরীক্ষা করিয়ে আসার নির্দেশনা ছিল দলের সব সদস্যের। দফায় দফায় পরীক্ষা করানোর পর এ ৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
প্রথম দফার পরীক্ষাতেই পজিটিভ হন ধাওয়ান ও সাইনি। দ্বিতীয় দফায় রুতুরাজ। এরপর তৃতীয় দফার পরীক্ষায় শ্রেয়াসের আক্রান্তের খবর মেলে।
আমেদাবাদের একই হোটেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল। তবে আলাদা আলাদা ফ্লোরে। কোভিড আক্রান্তদের সরিয়ে নেওয়া হয়েছে ভিন্ন ফ্লোরে। সেখানেই আইসোলেশনে আছেন আক্রান্তরা। ভারতীয় সরকারের কোভিড প্রটোকল অনুযায়ী, অন্তত ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। ফলে ওয়ানডে সিরিজে খেলা নিয়ে বড় সংশয়ে আছেন তারা।
Comments