ভারত দ্রুত ৪ উইকেট খোয়ানোর পর বৃষ্টির বাগড়া

ছবি: টুইটার

একশর কাছাকাছি পৌঁছে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি। এরপর টপাটপ পড়তে লাগল উইকেট। অভিজ্ঞ তারকা জেমস অ্যান্ডারসনের তোপে ইংল্যান্ড ঘুরে দাঁড়ানোর পর অবশ্য বাগড়া দিল বৃষ্টি।

বৃহস্পতিবার নটিংহ্যামে দুই দলের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৩.৪ ওভার। সফরকারী ভারত ৪ উইকেটে তুলতে পেরেছে ১২৫ রান। এখনও তারা পিছিয়ে আছে ৫৮ রানে। টেস্টে ক্যারিয়ারের দ্বাদশ ফিফটির স্বাদ নিয়ে ওপেনার কেএল রাহুল খেলছেন ৫৭ রানে। তার ১৫১ বলের ইনিংসে চার ৯টি। তার সঙ্গী রিশভ পান্তের সংগ্রহ ৮ বলে ৭ রানে। আগের দিন ইংলিশরা গুটিয়ে যায় মোটে ১৮৩ রানে।

মধ্যাহ্ন বিরতি শেষে ৮.৪ ওভার হওয়ার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি নামলে প্রায় পৌনে দুই ঘণ্টা অলস সময় কাটাতে হয় ক্রিকেটারদের। খেলা আবার মাঠে গড়ালেও কেবল একটি বল করতে পারেন অ্যান্ডারসন। বৃষ্টির জন্য ফের ৪৫ মিনিট বন্ধ থাকে খেলা।

তৃতীয় দফায় খেলা শুরু হলেও বৃষ্টি হানা দিতে সময় নেয়নি। এবারে অ্যান্ডারসন মাত্র দুই বল করার সুযোগ পান। তারপর আর খেলা হয়নি। বাংলাদেশ সময় অনুসারে রাত ১০টা ৪০ মিনিটে মাঠ পরিদর্শন করে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

টানা বর্ষণের আগের গল্পটা ভারতের দুই ওপেনার আর ইংল্যান্ডের অ্যান্ডারসনের। আগের দিনের ২১ রানের জুটি নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ও রাহুল। দেখেশুনে ব্যাট করে জুটিকে ৯৭ পর্যন্ত নিয়ে যান তারা। নির্বিঘ্নে প্রথম সেশন প্রায় কাটিয়েই ফেলেছিলেন দুজন। কিন্তু বাধ সাধেন অলি রবিনসন।

শর্ট বলে শট নিয়ন্ত্রণে রাখতে না পেরে স্কয়ার লেগে ক্যাচ দেন রোহিত। ৬ চারে ১০৭ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। প্রথম সেশনের শেষ বলে রবিনসন স্বাগতিকদের এই ব্রেক থ্রু দেওয়ার পর দ্বিতীয় সেশনের শুরুতে বেকায়দায় পড়ে ভারত। ম্যাচের চালকের আসন থেকে সরে যেতে থাকে তারা।

পরপর দুটি দুর্দান্ত ইনসুইংয়ে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে সাজঘরে পাঠান অ্যান্ডারসন। ভারতের দুই ব্যাটিং স্তম্ভের ক্যাচগুলো নেন উইকেটরক্ষক জস বাটলার। ১৬ বলে ৪ করেন পূজারা। ভারতীয় অধিনায়ক কোহলি রানের খাতা খুলতে পারেননি। তিনি শিকার হন গোল্ডেন ডাকের।

প্রথম বলে আউট হওয়া কোহলি অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডও গড়েন। টেস্টে ভারতের হয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ নয়টি ডাক এখন তার। আটটি ডাক নিয়ে পেছনে পড়ে গেছেন সাবেক তারকা মহেন্দ্র সিং ধোনি। সাদা পোশাকে কোহলি সবমিলিয়ে শূন্যের তিক্ত স্বাদ নিলেন ১৩বার।

এক প্রান্ত আগলে থাকা রাহুল ফিফটি তুলে নেওয়ার পর রানআউটে বিদায় নেন আজিঙ্কা রাহানে। জনি বেয়ারস্টোর সরাসরি থ্রোতে থামে তার ৫ বলে ৫ রানের ইনিংস। এর আগেও রানআউটে কাটা পড়তে বসেছিলেন রাহানে। ড্যান লরেন্স নিশানা ঠিক রাখতে পারায় ওভারথ্রোতে চার পেয়েছিলেন তিনি। তাতে ১৫ রানের মধ্যে ৪ উইকেট পতন হয় ভারতের।

ইংল্যান্ডের গর্জন জোরালো হতে পারত আরও। কিন্তু দ্বিতীয় স্লিপে রাহুলের ক্যাচ ফেলে দেন ডম সিবলি। ডানহাতি পেসার অ্যান্ডারসন তৃতীয় শিকার ধরা থেকে বঞ্চিত হন।

রাহুলের উইকেট পেলে এককভাবে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হতেন অ্যান্ডারসন। তার মতো ৬১৯ উইকেট রয়েছে ভারতের সাবেক স্পিনার অনিল কুম্বলের। তবে এখনও তিন দিন বাকি থাকায় এই টেস্টেই কুম্বলকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago