‘মানকাডিং’ এখন ‘নন স্ট্রাইকার রান আউট’, ক্যাচের সময় ‘ক্রসিং’ থাকছে না

butler-ashwin
আইপিএলে জস বাটলারকে মানকাডিং আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি- বিসিসিআই

এমনিতে ক্রিকেটের আইনে 'মানকাডিং' বৈধ আউটই ছিল। কিন্তু অনেকে চেতনা পরিপন্থীর কথা বলে এই ধরণের আউটের সমালোচনা করতেন। সেই সমালোচনার জায়গাটাও বোধহয় আর থাকছে না। ক্রিকেটের আইন প্রণয়নের সর্বোচ্চ সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) কিছু আইনের ধারায় আনছে বদল। তাতে মানকাডিংয়ে নেওয়া হয়েছে সাধারণ রান আউটের কাতারে। উঠিয়ে দেওয়া হচ্ছে ক্রসিং নিয়ম অর্থাৎ ক্যাচের সময় ক্রসিং হলেও নতুন ব্যাটসম্যানকেই নিতে হবে স্ট্রাইক। 

বোলার বল ছোঁড়ার আগে নন স্ট্রাইকিং প্রান্তের দাঁড়িয়ে ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে আগেই বেরিয়ে যান, তাহলে বোলার বল করা বাদ দিয়ে স্টাম্প ভেঙ্গে তাকে আউট করতে পারেন। বৈধ এই আউটকে নিয়ে ছিল অনেক সমালোচনা। ১৯৪৭ সালে ভারতের ভিনু মানকড় প্রথম এধরনের আউট করার পর তার নামেই এটি হয়ে যায় 'মানকাডিং'। 

এখন থেকে এই ধরণের আউটকে (আইন-৪১) থেকে সরিয়ে সাধারণ রান আউটের (আইন ৩৮) এ স্থানান্তর করা হয়েছে। এমসিসি জানিয়েছে এই আউটের নাম হবে 'নন স্ট্রাইকার রান আউট।'

মানকড়ের প্রথম ঘটনার পর  যতবারই কোন বোলার এই ধরণের আউটের সুযোগ নিয়েছেন, তিনি পড়ছেন সমালোচনায়। তবে সেই সমালোচকদেরও  পাল্টা  সমালোচনা এসেছে জোরালোভাবে। এই ধরণের আউটের নিয়ম না থাকলে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান বল ছাড়ার আগেই ক্রিজের মাঝে চলে যাবেন। রান নেওয়ার সুযোগ অন্যায়ভাবে বেড়ে যায় অনেকখানি। 

আইন যখন আছে সেটা ব্যবহার করলে চেতনা পরিপন্থী হবে কেন? আইপিএলে জস বাটলারকে এরকম আউট করে এমন জোরালো প্রশ্ন করেছিলেন রবীচন্দ্রন অশ্বিন। ক্রিকেট ম্যাচে আজকাল এক সুতোর ব্যবধানে রান আউটের সিদ্ধান্ত আসতে দেখা যায়। সেক্ষেত্রে কোন ব্যাটসম্যান বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে বেরুলো তিনি নিশ্চিতভাবেই অন্যায় সুবিধা নিচ্ছেন। সেই অন্যায় সুবিধা রুখতে তাকে আউট করলে চেতনা পরিপন্থী হওয়ার কোন কারণ থাকতে পারে না। 

এমসিসি আরেকটি বড় নিয়মে বদল এনেছে। ক্যাচের সময় ক্রসিং নিয়ম তুলে দেওয়া হচ্ছে। কোন ব্যাটসম্যান ক্যাচ আউট হওয়ার সময় যদি অপরপ্রান্তের ব্যাটসম্যানের সঙ্গে ক্রস করেন, তাহলে আগের নিয়মে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান নন স্ট্রাইকিং প্রান্ত পেতেন। নতুন নিয়মে ক্রস থাকছে না। ওভারের শেষ বল না হলে ক্যাচের সময় ক্রসিং হলেও নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে। ইংল্যান্ডের দ্য হানড্রেডের সব শেষ আসরে এটি পরীক্ষা করে দেখা হয়েছে। 

এছাড়া, করোনাভাইরাসের সময় নিষিদ্ধ হওয়া লালার ব্যবহার স্থায়ীভাবেই নিষিদ্ধ থাকছে। এমসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেটে এই আইনগুলো কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। 

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

7h ago