মাহমুদউল্লাহদের হতাশ করে নায়ক ইমরুল কায়েস

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় অনেক দিন হয় জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস। তবে এখনও যে ফুঁড়িয়ে যাননি তা মাঝেমধ্যেই বুঝিয়ে দেন তিনি। এদিন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচের উত্তরাঞ্চলকে হারানোর মূল নায়কই পূর্বাঞ্চলের এ অভিজ্ঞ ক্রিকেটার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বৃহস্পতিবার উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে পূর্বাঞ্চল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। জবাবে ৭৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় ইমরুল কায়েসের দল।
লক্ষ্য তাড়ায় এদিন ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন ইমরুল। অবশ্য ম্যাচে ব্যাট হাতে অবদানের পাশাপাশি ফিল্ডিংয়েও রেখেছেন দারুণ অবদান। উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহর ভয়ঙ্কর হয়ে ওঠা ১২০ রানের জুটিটি ভেঙেছেন তিনি। দারুণ এক থ্রোতে রানআউট করেন মাহমুদউল্লাহকে। এ জুটি ভাঙার পরই ধসে পড়ে উত্তরাঞ্চলের ব্যাটিং লাইন আপ।
এদিন টসও জিতেছিলেন ইমরুল। প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই ৩টি উইকেট তুলে নেন তারা। দলীয় ২৫ রানেই দুই ওপেনারসহ নাঈম ইসলামকে তুলে নেয় দলটি। এরপর ওই মার্শাল ও মাহমুদউল্লাহর জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল উত্তরাঞ্চল। কিন্তু এ জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ ৭টি উইকেট হারায় তারা স্কোরবোর্ডে ৭১ রান যোগ করতে।
ফিল্ডিংয়ে এদিন দারুণ ছিল পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের তিন ব্যাটারকে রানআউট করেন তারা। দারুণ বোলিং করেন স্পিনার নাঈম হাসান। ৪৭ রানের খরচায় পান ৩টি উইকেট। ৩৪ রানের বিনিময়ে ২টি শিকার তানভির ইসলামের।
উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৮৭ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪টি চারের সাহায্যে। ৭৪ বলে ৩টি চারের সাহায্যে ৫৪ রান করেন মার্শাল আইয়ুব। এছাড়া অপরাজিত ২০ রান করেন আমিনুল ইসলাম।
লক্ষ্য তাড়ায় অবশ্য খালি হাতে বিদায় নেন প্রিতম কুমার। জাতীয় ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল সেট হয়েছিলেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ৩৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান তোলার পর বোল্ড হয়ে গেছেন মাহমুদউল্লাহর বলে। সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি আফিফ হোসেন ও শাহাদাত হোসেনও। দুইজনই করেন ২৬ রান করে।
তবে এক প্রান্ত আগলে রাখেন ইমরুল। ৮১ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক স্থানে এনে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহর বলে। শেষ দিকে আলাউদ্দিন বাবু ও সোহরাওয়ার্দী শুভর অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে সহজ জয়ই পায় পূর্বাঞ্চল।
উত্তরাঞ্চলের পক্ষে ৫৬ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ।
Comments