মাহমুদউল্লাহর অবসর গুঞ্জন
১৭ মাস পর নাটকীয়ভাবে টেস্ট দলে ফেরাটা দারুণ সেঞ্চুরিতে উদযাপন করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে এই টেস্ট দিয়েই নাকি সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানছেন, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি নিজে অবশ্য এই বিষয়ে কোন কথা বলেননি, চুপ আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও। প্রশ্ন চড়াও হচ্ছে, এই অভিজ্ঞ ক্রিকেটার কি আসলেই অবসরে যাচ্ছেন?
বিসিবি প্রধান নাজমুল হাসান জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাতকারে মাহমুদউল্লাহর অবসরের ইচ্ছার কথা শুনতে পেরেছেন বলে জানিয়েছেন। তবে বোর্ড প্রধানের কাছেও খবরটি এসেছে বিস্ময় হয়ে, ‘আমাকে অফিশিয়ালি কেউ কিছু বলেননি। তবে একজন ফোন করে জানিয়েছে, এই টেস্টের পর আর সে (মাহমুদউল্লাহ) টেস্ট খেলতে চায় না। ড্রেসিংরুমে নাকি সবাইকে সে এটা বলেছে। কিন্তু আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লেগেছে। খেলা তো এখনো শেষ হয়নি!’
মাহমুদউল্লাহর অবসর গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পর দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যোগাযোগ করা হলে তারা কোন উত্তর দেননি। মাহমুদউল্লাহ নিজেও কোন বার্তার জবাব দিচ্ছেন না।
হারারে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমে ভিডিও বার্তা আসে মাহমুদউল্লাহর। সেখানে অবসর নয়, চলমান টেস্টের নিজের পারফরম্যান্স ও পরিস্থিতি নিয়েই আলাপ করেছেন।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটাররা কে কোন সংস্করণে খেলতে চান তা জানতে চাওয়া হয়েছিল। বোর্ড সভাপতি জানান, মাহমুদউল্লাহ সব সংস্করণে খেলার ব্যাপারে সায় দিয়েছিলেন। এখন তার এরকম অবসর ইচ্ছা অনেকটা ‘অগ্রহণযোগ্য’ বলেও প্রথম আলোকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন তিনি।
এবার জিম্বাবুয়ে সফরে প্রথম ঘোষিত টেস্ট দলে ছিলেন না মাহমুদউল্লাহ। পরে নাটকীয়ভাবে তাকে দলে নেওয়া হয়। পরে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে রাখা হয় একাদশেও। সেখানে দলের বিপর্যয়ে ৩৬ বছর বয়েসী এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন অপরাজিত ১৫০ রানের ইনিংস। তার ব্যাটে ভর করেই ৪৬৮ রানের বড় ভিত পায় দল।
Comments