মিঠুনের সেঞ্চুরিতে লড়াইয়ে মধ্যাঞ্চল

ফাইল ছবি

ওয়াল্টন মধ্যাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচেই অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। পরের দুই ম্যাচে অবশ্য রান পাননি। তবে ফাইনালে ফের চেনা ছন্দে ফিরেছেন এ ব্যাটার। তুলে নিয়েছেন আরও একটি সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিসিবি দক্ষিণাঞ্চলের জাকির হাসানও। তবে জমে উঠেছে বিসিএলের ফাইনাল।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনালের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৮৪ রান করে দিন শেষ করেছেন মধ্যাঞ্চল। এখনও ২০৩ রানে পিছিয়ে আছে তারা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফরহাদ রেজার তোপে পড়ে মধ্যাঞ্চল। ফলে দলীয় ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে দলটি। এ চারটি উইকেটই পান রেজা। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ব্যক্তিগত ৩ রানে ফেরেন তিনি।

এরপর পঞ্চম উইকেটে শুভাগত হোমকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন ওপেনার মোহাম্মদ মিঠুন। প্রাথমিক চাপ সামলে নিয়ে গড়েন ১৬৮ রানের জুটি। ফলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে দলটি।

দারুণ এক ইনিংস খেলে ১০২ রানে অপরাজিত আছেন মিঠুন। ১৫৫ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৩৫ বলে ৭টি চারের সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন শুভাগত। দক্ষিণাঞ্চলের হয়ে ৩১ রানের খরচায় ৪টি উইকেট পান রেজা।

এর আগে সকালে আগের দিনের ৫ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমে এদিন শেষ ৫ উইকেট হারিয়ে আরও ১২৬ রান যোগ করে দক্ষিণাঞ্চল। প্রথম দিনে ৪৪ রানে অপরাজিত থাকা জাকির শেষ পর্যন্ত অপরাজিত থেকে পৌঁছেছেন তিন অঙ্কের ফিগারে। শেষ পাঁচ ম্যাচে এটা তার চতুর্থ সেঞ্চুরি। ১৬১ বলে ১৫টি চারের সাহায্যে হার না মানা ১০৭ রানের ইনিংস খেলেন এ ব্যাটার।

আর আগের দিন ৪৬ রানে ব্যাট করা ফরহাদ রেজা খেলেন ৭১ রানের ইনিংস। ৬৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে জাকিরের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন দক্ষিণাঞ্চলের অধিনায়ক।

মধ্যাঞ্চলের পক্ষে ১০১ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ৫১ রানের বিনিময়ে ৩টি উইকেট পান শুভাগত হোম। এছাড়া ২টি শিকার আবু হায়দার রনির।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago