মিলারের ব্যাটে সিরিজ দক্ষিণ আফ্রিকার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের দারুণ ব্যাটিংয়ে জয় পায় দলটি। ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল প্রোটিয়ারা।
বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে প্রোটিয়ারা। জবাবে ৩ বল বাকি থাকতে ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী দলটি।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় ১ রানেই দলের অন্যতম সেরা খেলোয়াড় কেভিন ও'ব্রায়েন ফিরে যান খালি হাতে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। তৃতীয় উইকেটে পল স্টার্লিং ও জর্জ ডকরেলের ২৩ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ। ফলে হার মানতে বাধ্য হয় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন শেন গেটকেট। ১৮ বলে ১টি চার ও টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া ডকরেল করেন ২০ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন বিয়ন ফোরটান ও তাবরাইজ শামসি। ২টি শিকার বেউরান হেনড্রিকস।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান না করতেই বিদায় নেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান। ৫৮ রানেই নেই ৫ উইকেট। তাতে মনে হয়েছিল একশ রানের আগেই গুটিয়ে যাবে দলটি। তবে ষষ্ঠ উইকেটে ভিয়ান মুল্ডারকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন মিলার। গড়েন ৫৮ রানের জুটি। শেষ এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মিলান। তাতেই লড়াইয়ের পুঁজি পায় দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মিলার। ৪৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান এ ব্যাটসম্যান। মুল্ডার খেলেন ৩৬ রানের ইনিংস। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ২৭ রান। আইরিশদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন পল স্টার্লিং ও মার্ক অ্যাডাইর।
Comments