মুম্বাই ইন্ডিয়ান্সের বেহাল দশায় অবাক নন ওয়াটসন

২ কোটি রুপির ভিত্তি মূল্যের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশানকে এবার সোয়া ১৫ কোটি রুপিতে দলে পায় মুম্বাই। ইংলিশ পেসার জোফরা আর্চার এই মৌসুমে খেলবেন না জেনেও তাকে পেতে খরচ করে ৮ কোটি। এই দুজনের পেছনে এত তীব্রভাবে ছুটার সিদ্ধান্তকে ভুল ও শকিং বলছেন ওয়াটসন।
shane watson

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবার যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে রোহিত শর্মার দলটি। তবে বিগ বাজেটের মুম্বাইয়ের এমন অবস্থায় একদম অবাক নন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। তার মতে নিলামের টেবিলেই নিজেদের দুর্দশা নিশ্চিত করে ফেলেছে তারা, যার খেসারর মিলছে মূল আসরে। দুজনের পেছনে অতিরিক্ত টাকা খরচ করায় স্কোয়াডে আনতে পারেনি ভারসাম্য।

২ কোটি রুপির ভিত্তি মূল্যের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিশানকে এবার সোয়া ১৫ কোটি রুপিতে দলে পায় মুম্বাই। ইংলিশ পেসার জোফরা আর্চার এই মৌসুমে খেলবেন না জেনেও তাকে পেতে খরচ করে ৮ কোটি। এই দুজনের পেছনে এত তীব্রভাবে ছুটার সিদ্ধান্তকে ভুল ও শকিং বলছেন ওয়াটসন।

১২ মৌসুম আইপিএল খেলা সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার 'গ্রেড ক্রিকেটার' পডকাস্টে জানান নিলামেই ভুল করেছে মুম্বাই, 'মুম্বাই ইন্ডিয়ান্স যে একদম তলানিতে তা আমাকে অবাক করছে না। তাদের নিলামের অবস্থা ছিল বাজে। ইশান কিশানের জন্য এত টাকা ঢালা? সে খুব মেধাবি ক্রিকেটার। কিন্তু এত বড় অঙ্কের টাকা তার পেছনে খরচ করাও বাস্তব চিন্তা না।'

'তারপর ধরুন আর্চারকে পাওয়ার নিশ্চয়তা নেই, তবু তার জন্য এত তীব্রভাবে ছোটা! সে তো অনেকদিন ক্রিকেটেও নেই।'

পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে অবশ্য ভাল খেলেছিলেন ইশান। প্রথম ম্যাচে অপরাজিত ৮১ করার পরের ম্যাচে করেন ৫৪। বাকি তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৪, ২৬ ও ৩। 

আইপিএলের আরেক সফল দল চেন্নাই সুপার কিংসও প্রথম চার ম্যাচে হেরেছিল, পঞ্চম ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়ে তারা পায় প্রথম জয়। চেন্নাইতে লম্বা সময় খেলা ওয়াটসন দলটির পেস আক্রমণে ঘাটতি দেখছেন, 'চেন্নাইর বড় সমস্যা পেস বোলিংয়ে। গত আসরে ছিল শার্দুল ঠাকুর, এবার সে নেই। দিপক চাহার চোটে পড়ে ছিটকে গেছে। তার পেছনে মোটা অঙ্কের টাকা খরচ করেছে তারা। জস হেজেলউডের মতো বিদেশি পেসারও নেই। এসব কারণ তারা সংগ্রাম করছে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

2h ago