মুরালিধরনকে ছাড়িয়ে ‘অন্যরকম চূড়ায়’ বোল্ট

trent boult

বর্তমানে টেস্টের অন্যতম সেরা পেসার ধরা হয় ট্রেন্ট বোল্টকে। বোলিংয়ে হয়ত ধরা দেবে অনেক রেকর্ড। নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার ব্যাট হাতে উঠলেন এমন এক চূড়ায়, যা তাকে অনেকদিন স্মরণীয় করে রাখবে।

টেস্ট ইতিহাসের এখন সফলতম ১১ নম্বর ব্যাটসম্যানের নাম বোল্ট!  চলমান ট্রেন্ট ব্রিজ টেস্টেই রেকর্ড স্পর্শ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অনায়াসে তা ছাড়িয়ে যান। ৬২৩ রান করে এতদিন পর্যন্ত ১১ নম্বর পজিশনে সর্বোচ্চ রান ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের।

দ্বিতীয় ইনিংসে ১৭ রান করার পথে তিনি মুরালিকে ছাড়িয়ে গেলেন। উঠলেন নতুন চূড়ায়। রেকর্ড গড়ার পর স্কাই স্পোর্টসের আলোচনায় মজা করে তিনি  বলেন ক্যারিয়ারের শুরু থেকেই এই রেকর্ড গড়ার দিকে চোখ ছিল তার,  'সাড়ে ১০ বছর ধরে আমি এই রেকর্ডের দিকে তাকিয়ে ছিলাম।'

৬২৩ রান মুরালি করেছিলেন ৯৮ ইনিংসে। তার গড় ছিল ১১.৩২। সেই তুলনায় অনেকটা 'সমৃদ্ধ' বোল্টের পরিসংখ্যান। ৭৯ ইনিংসেই মুরালিকে ছাড়িয়ে ১৬.৪১ গড়ে ৯৪০ রান তার।

এই দুজনের পরে যিনি আছেন তিনি খেলেছেন অনেক বেশি ম্যাচ। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ১৬৫ ইনিংস খেলে করেছেন ৬১৮ রান, গড় স্রেফ গড় ৮.১৩। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ১২৮ ইনিংস খেলে ৬০৩ রান ও ওয়েস্ট ইন্ডিজের গ্রেট কোর্টনি ওয়ালশ ১২২ ইনিংস খেলে করেন ৫৫৩ রান। তারা ছাড়া ১১ নম্বরে খেলে ৫০০ রানও আর কারো নেই।

Comments