মেয়েদের আইপিএল খেলতে ভারত যাচ্ছেন সালমা-সুপ্তা

Salma Khatun
ছবি: টুইটার

আমন্ত্রণমূলক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দুবাইতে আছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। আরও দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা যাচ্ছেন ভারতে। মেয়েদের আইপিএল খ্যাত 'উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ' আসরের দল ট্রেইলব্লেজার্স এবারও দলে নিয়েছে সালমাকে। সঙ্গে সুযোগ পেয়েছেন সুপ্তাও।

ভারতে ফ্র্যাঞ্চাইজি আসর খেলতে যাওয়ার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সালমা। এই অলরাউন্ডারের আশা এবারও ভালো কিছু করবেন তিনি, 'আজই ভিসা হাতে পেলাম। কাল ভারতে যাচ্ছি। আগের দলেই খেলব, একই দলে খেলবে সুপ্তা।'

'দোয়া করবেন যেন ভালো খেলতে পারি। এবারও নিজের সেরাটা দিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।'

এর আগের বছর দুবাইতে হওয়া ভারতের ঘরোয়া ক্রিকেটের আসরে বেশ ভালো পারফর্ম করেন সালমা। হারমানপ্রিত কাউরের দলের হয়ে বল হাতে সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি। চ্যাম্পিয়ন হয় তাদের দল ট্রেইলব্লেজার্স। 

স্বাভাবিক কারণেই দলটি নতুন আসরেও তাকে চেয়েছে। এদিকে দেশের বাইরের কোন ঘরোয়া টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেলেন সুপ্তা।

২৪ থেকে ২৮ মে ভারতের পুনেতে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। করোনাভাইরাসের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে এবার সব ম্যাচই হবে পুনের মাঠে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago