মোস্তাফিজের তোপে এবার পারলেন না মোসাদ্দেকরা

ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের দুই ম্যাচেই মধ্যাঞ্চলকে জয় এনে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এদিনও খারাপ খেলেননি। কিন্তু দক্ষিণাঞ্চলের পেসার মোস্তাফিজুর রহমানের তোপে পড়েই বদলে যায় সব। সতীর্থরা সে অর্থে অবদান রাখতে না পারলে তৃতীয় ম্যাচে এসে হার দেখতে হলো মধ্যাঞ্চলকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার মধ্যাঞ্চলকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রান তুলতে পারে মধ্যাঞ্চল। জবাবে ৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণাঞ্চল।

টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। শুরুতেই মোস্তাফিজের তোপে পড়ে দলটি। দলীয় ৯ রানেই ছাঁটাই করেন দুই ওপেনারকে। খালি হাতে ফিরেছেন মিজানুর রহমান। সৌম্য সরকারের অবদান ৫ রান। এরপর অবশ্য তাইবুর রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন আব্দুল মজিদ।

তাইবুরের বিদায়ের পর মজিদকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক। গড়েন ৬৪ রানের দারুণ এক জুটি। এরপর স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতে ৩টি উইকেট হারিয়ে ফের চাপে পরে দলটি। দ্বিতীয় স্পেলে বল করতে মোসাদ্দেকসহ জাকের আলিকেও তুলে নেন মোস্তাফিজ।

তবে নয় নম্বরে নামা আবু হায়দার রনি শেষ দিকে চেষ্টা করেন আনের গতি বাড়ানোর। ৫৪ রানের দারুণ এক ক্যামিও খেলেন তিনি। মাত্র ২৭ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ৪টি ছক্কায়। ৫৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন মোসাদ্দেক। মজিদ ৪৬ রান করেন ৯৫ বলে।

দক্ষিণাঞ্চলের পক্ষে ১০ ওভার বল করে ৬৩ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন মোস্তাফিজ। ১০ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩টি শিকার শেখ মেহেদী হাসানের।

লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয়ের সঙ্গে পিনাক ঘোষের ওপেনিং জুটিতেই আসে ৬০ রান। এরপর অবশ্য ৩৬ রানের ব্যবধানে দুই ওপেনারসহ মাইশুকুর রহমানকে তুলে ম্যাচে ফিরেছিল মধ্যাঞ্চল।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক জাকির হাসানের সঙ্গে তৌহিদ হৃদয়ের ৮০ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় দক্ষিণাঞ্চল। জাকিরের বিদায়ের পর নাহিদুল ইসলামকে নিয়ে ৩৩ ও মেহেদীকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রানের জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন হৃদয়।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। ৭৮ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৭৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করেন পিনাক। অধিনায়ক জাকিরের ব্যাট থেকে আসে ৪০ রান। মধ্যাঞ্চলের পক্ষে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট পান হাসান মুরাদ।

Comments