মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না: আকরাম

Mustafizur Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডে ও টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও টেস্টে মোস্তাফিজুর রহমানকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে এই বাঁহাতি পেসার সাদা পোশাকে খেলতে আগ্রহী নন বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। কয়েক মাস আগে তিন সংস্করণেই খেলার প্রত্যাশা ব্যক্ত করলেও দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বাবলে থাকার ধকলের কারণে টেস্ট থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখছেন তিনি।

গত বছর করোনাভাইরাসের বিরতি শেষে ক্রিকেট আবার মাঠে ফেরার পর থেকে বিশ্বজুড়ে খেলোয়াড়দের থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। সেখানে নিয়মিত করোনা পরীক্ষাসহ কঠোর নিয়মকানুন মেনে চলতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে মানসিক চাপে পড়া অস্বাভাবিক ঘটনা নয়। টানা খেলা ও জৈব সুরক্ষা বলয়ে থাকা মিলিয়ে অনেক ক্রিকেটারই নানা সময়ে প্রকাশ করেছেন অস্বস্তি। তাদের মধ্যে আছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসও। মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে গত জুলাইতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন তিনি।

বাংলাদেশ দলও রয়েছে টানা খেলার মধ্যে। চলতি বছর ঘরে-বাইরে বিভিন্ন সিরিজে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে। আগামী অক্টোবর-নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া, কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নিয়েছেন আইপিএলেও। গত মেতে করোনার কারণ স্থগিত হয়ে যাওয়া ভারতের ফ্রাঞ্চ্যাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরটির অসমাপ্ত অংশ মাঠে গড়াবে চলতি মাসেই।

বৃহস্পতিবার আকরাম জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ের ধকল সামলাতে এখন টেস্ট খেলতে অনাগ্রহ প্রকাশ করা মোস্তাফিজের সিদ্ধান্তকে সার্বিক বিবেচনায় ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি, 'মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। ও এখন টেস্ট খেলতে আগ্রহী না। ও যেটা বলছে, যতদিন বায়ো-বাবল বা কোয়ারেন্টিন থাকবে, ততদিন ওর জন্য টেস্টে মনোনিবেশ করা কঠিন। তাই সে টেস্ট খেলতে চাচ্ছে না। আমরাও এটা খুবই ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু ও টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খুবই কার্যকর ও খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য, তাই আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।'

ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৩৬.৭৩ গড়ে তার সংগ্রহ ৩০ উইকেট। গত ৩৪ মাসে এই সংস্করণে কেবল দুটি ম্যাচে মাঠে নামতে দেখা গেছে তাকে। তিনি সবশেষ টেস্ট খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে। চট্টগ্রামের অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে ১১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago