ওভালে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

ছবি: টুইটার

শুরুতে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিলেও ম্যাচের আয়ু বাড়তে ওভালের উইকেট হয়ে যাচ্ছে ব্যাটিং বান্ধব। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ভারত বড় লিড নেওয়ার পর বিশাল রান তাড়ায় দারুণ শুরু পেয়েছে ইংল্যান্ডও। ওভাল টেস্টের শেষ দিনের জন্য তাই টিকে আছে সব রকম রোমাঞ্চের সম্ভাবনা।

রোববার চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস ৪৬৬ রানে শেষ হওয়ার পর ৩৬৮ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। দিনশেষে বিনা উইকেটে ৭৭ রান তুলে ম্যাচ বাঁচানো তো বটেই জেতার আশাও টিকে আছে স্বাগতিকদের। শেষ দিনে ম্যাচ জিততে ভারতের চাই ১০ উইকেট, ইংল্যান্ডের দরকার আরও ২৯১ রান। 

আগের দিনের ৩ উইকেটে ২৭০ রান নিয়ে নেমে বেশ ভালোই এগুচ্ছিলেন বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজা। দিনের শুরুর সময়টা পার করে দেওয়ার পর জোড়া আঘাত হানে ইংল্যান্ড। ক্রিস ওকস জাদেজার পর এলবিডব্লিউ করে ছাঁটেন আজিঙ্কা রাহানেকেও।

অধিনায়ক কোহলি থিতু হয়ে দিচ্ছিলেন বড় কিছুর আভাস, তাকে হতাশ করে মঈন আলির স্পিন। ৪৪ রানে কোহলি ফিরে গেলেও দ্রুত গুটিয়ে যায়নি ভারত। রিশভ পান্তের সঙ্গে দারুণ এক জুটি পেয়ে যান প্রথম ইনিংসে ফিফটি পাওয়া শার্দুল ঠাকুর।

সপ্তম উইকেট জুটিতে আসে ঠিক ১০০ রান। আগ্রাসী মেজাজে যার ৬০ রানই আসে শার্দুলের ব্যাটে। অনিয়মিত বোলার হিসেবে বল করে শার্দুলকে ফেরান জো রুট। ঠিক ফিফটি ছুঁয়ে মঈনের বলে ক্যাচ দেন পান্তও। তবু শেষ দুই উইকেটে আরও ৫২ রান যোগ করে ফেলে ভারত। উমেশ যাদবের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৫। ৩৮ বলে ২৫ করেন জাসপ্রিট বুমরাহ।

প্রথম ইনিংসে ১০০ রানের লিড নেওয়ার পরও ভারতের ঘুরে দাঁড়ানোয় বড় লক্ষ্য পায় ইংল্যান্ড। তবে উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো অবস্থায় থাকায় কোন রকম সমস্যাই হয়নি রোরি বার্নস আর হাসিব হামিদের।

শেষ সেশনে ৩২ ওভার অনায়াসে পার করে দেন তারা। তুলে ফেলেন ৭৭ রান। ক্রিজের এক প্রান্তে রাফ তৈরি হওয়ায় জাদেজা পাচ্ছিলেন বেশ বড় টার্ন, কিন্তু তা থেকে উইকেট আসার পরিস্থিতি মিলছিল না। পেসারদের বল শেষ বিকেলে লেগেছে বেশ নির্বিষ। ভারতীয় বোলারদের হতাশার সেশনের মাঝে স্ক্রিনে বারবার দেখা গেছে গ্যালারিতে বসে থাকা রবীচন্দ্রন অশ্বিনের চেহারা। এই অফ স্পিনারের অভাব এরমধ্যেই টের পেতে শুরু করেছে ভারত।

শেষ দিনে বাকি বোলাররা ঘুরে না দাঁড়ালে অশ্বিনকে না খেলানোর হাহাকারে পুড়তে হতে পারে কোহলিদের।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৬১.৩ ওভারে ১৯১

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮৪ ওভারে ২৯০

ভারত দ্বিতীয় ইনিংস: (আগের দিন ২৭০/৩) ১৪৮.২ ওভারে ৪৬৬  (রোহিত ১২৭, রাহুল ৪৬, পুজারা ৬১, কোহলি ৪৪, জাদেজা ১৭, রাহানে ০, পান্ত ৫০, শার্দুল ৬০, উমেশ ২৫, বুমরাহ ২৪, সিরাজ ৩* ; অ্যান্ডারসন ১/৭৯, রবিনসন ২/১০৫, ওকস ৩/৮৩, ওভারটন ১/৫৮, মইন ২/১১৮, রুট ১/১৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩২ ওভারে ৭৭ (লক্ষ্য ৩৬৮) (বার্নস ৩১*, হাসিব ৪৩* ; উমেশ ০/১৩, বুমরাহ ০/১১, জাদেজা ০/২৮, সিরাজ ০/২৪) 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

3h ago