জুতসই লিড নিয়ে ভালো অবস্থায় আফগান তরুণরা

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থায় সফরকারীরা। বাংলাদেশের ১৬২ রানের জবাবে ৮ উইকেটে ২২৬ রান করেছে আফগানিস্তান যুব দল। পেয়ে গেছে ৬৪ রানের লিড।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ভালো অবস্থায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ভিডিও থেকে

নিজেরা অল্প রানে গুটিয়ে যাওয়ার পরও দারুণ বোলিং একশোর আগে আফগানিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের যুবারা। তবে ওপেনার বিলাল সাইদির সেঞ্চুরি আর কামরান হোটাকের ফিফটিতে জুতসই লিড নিয়ে নিয়েছেন আফগান তরুণরা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একমাত্র চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থায় সফরকারীরা। বাংলাদেশের ১৬২ রানের জবাবে ৮ উইকেটে ২২৬ রান করেছে আফগানিস্তান যুব দল। পেয়ে গেছে ৬৪ রানের লিড।

দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন বিলাল। হোটাকের ব্যাট থেকে এসেছে ৬৬ রান।

আগের দিনের ২ উইকেটে ৪০ রান নিয়ে নেমে শুরুতেই ইজাজ অধিনায়ক আহমেদকে হারায় তারা। মুশফিক হাসানের পর ১২ রান করে কিপারের হাতে ক্যাচ দেন তিনি।

খানিক পর আশরাফুল ইসলাম তুলে নেন বিলাল আহমেদকে, জাহিদুল্লাহ সালিমিকে ছাঁটেন আহসান হাবিব। ৫৮ রানে আফগানদের ৫ উইকেট তুলে লিডের আশা তখন বাংলাদেশের যুবাদের।

ওপেনার বিলাল সাইদি ছিলেন একপ্রান্তে টিকে। নানগেইলা খারোতের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন। মেহরুবের বলে খারোতে ফিরে যাওয়ার পর হোটাককে পেয়ে যান সাইদি। দুজনে বাকি দিনে হতাশা বাড়াতে থাকেন বাংলাদেশের।

সপ্তম উইকেটে এই দুজনের জুটিতে আসে ১৪২ রান। ৬৬ করে আইচ মোল্লার বলে হোটাকের বিদায়ের পর ১০১ করা সাইদি আহত হয়ে মাঠ ছাড়েন। টেল এন্ডাররা তবু পার করে দিয়েছেন দিনের শেষ কয়েক ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ১৬২

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ১১৩ ওভারে ২২৬/৮ (সুলিমান ৪, বিলাল ১০১ (আহত অবসর), ইশাক ১৭, ইজাজ ১২ বিলাল আহমেদ ২, সালিমি ১, খারতে ১৫, হোটাক ৬৬, নাভীদ ৩, আহমেদজাই ০,বিলাল ০; হাবিব ১/৬৩, রিপন ০/১৮, মুশফিক ১/২৫, আশরাফুল ১/৬৩, মেহরুব ১/৩৩, আইচ ১/৫, খালিদ ০/১৪)

 

Comments

The Daily Star  | English

Asphalt melting due to heat, bargain bitumen

Amid the persisting heatwave, road surface in several districts has melted due to what experts say is the use of bitumen not strong enough to withstand extreme heat.

2h ago