পাকিস্তানকে খেলায় ফেরালেন বাবর

৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর চরম বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম চোয়ালবদ্ধ দৃঢ়তায় দলকে বাঁচিয়েছেন বিপদ থেকে। ওয়েস্ট ইন্ডিজের দাপট কাটিয়ে স্যাবাইনা পার্কে লড়াইয়ে ফিরেছে পাকিস্তান।
শনিবার তৃতীয় দিন শেষে হাতে ৫ উইকেট নিয়ে ১২৪ রানে এগিয়ে আছে পাকিস্তান। ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর সফরকারীরা বাবরের ফিফটিতে তুলেছে ৫ উইকেটে ১৬০ রান।
১৩৯ বলে ৭ চারে ৫৪ রানে ব্যাট করছেন বাবর। ১২ রানে অপরাজিত ফাহিম আশরাফ।
আগের দিনের ৮ উইকেটে ২৫১ রান নিয়ে নেমে আর মাত্র ২ রান যোগ করেই প্রথম ইনিংস শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।
৩৬ রানে পিছিয়ে ইনিংস শুরুর পর তৃতীয় ওভারে ইমরান বাটকে তুলে নেন কেমার রোচ। দ্বিতীয় উইকেটে আজহার আলি-আবিদ আলি প্রতিরোধ গড়েছিলেন। ৫৫ রানের জুটির পর নামে ধস।
২৩ করা আজহারকে বোল্ড করে দেন রোচ। ৩৪ করা আবিদ স্লিপে ক্যাচ দেন জেডন সিলসের বলে। রানের খাতা খোলার আগে ফাওয়াদ আলম ধরা দেন উইকেটের পেছনে।
৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে থতমত সফরকারীদের দিশা দেন বাবর। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে আনেন গুরুত্বপূর্ণ ৫৬ রানের জুটি।
৬৩ বলে ৩০ করা রিজওয়ানকে ছেঁটে এই জুটি ভাঙেন জেসন হোল্ডার। তবে তাও পাকিস্তানের ইনিংসে বাজেনি শেষের গান। বাবরের সঙ্গে দাঁড়িয়ে যান অলরাউন্ডার ফাহিম।
পাকিস্তানের জন্য এই জুটিই চ্যালেঞ্জিং পুঁজি গড়ার একমাত্র আশা।
সংক্ষিপ্ত স্কোর
(চতুর্থ দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংস: ২১৭
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮৯.৪ ওভারে ২৫৩ (আগের দিন ২৫১/৮) (ব্র্যাথওয়েট ৯৭, পাওয়েল ০, বোনার ০, চেজ ২১, ব্ল্যাকউড ২২, মেয়ার্স ০, হোল্ডার ৫৮, জশুয়া ২১, রোচ ১৩, ওয়ারিকন ১, সিলস ০*; আব্বাস ৩/৪৩, শাহীন ৪/৫৯, ইয়াসির ০/৪৬, ফাহিম ১/৩৭, হাসান ১/৫৪)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৭০ ওভারে ১৬০/৫ (ইমরান ০, আবিদ ৩৪, আজহার ২৩, বাবর ৫৪*, ফাওয়াদ ০, রিজওয়ান ৩০, ফাহিম ১২* ; রোচ ২/১৫, সিলস ২/৫০, মেয়ার্স ০/১৯, হোল্ডার ১/২৭, ওয়ারিকন ০/২৮, চেজ ০/১২, ব্র্যাথওয়েট ০/৩)
Comments