রাবাদার তোপের পর ধাওয়ান-রাজাপাকসের ব্যাটে ঝাঁজ

কাগিসো রাবাদার তোপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স থেমে যায় দেড়শোর নিচে। সহজ রান তাড়ায় দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করে দলকে তীরে ভেড়ান শেখর ধাওয়ান। শ্রীলঙ্কান ভানুকা রাজাপাকসে করে যান আগ্রাসী ব্যাটিং, শেষ দিকে দ্রুত কাজ সারেন লিয়াম লিভিংস্টোন।
মঙ্গলবার মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাটকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। আগে ব্যাট করে ১৪৩ রানে আটকে যায় হার্দিক পান্ডিয়ার দল। ৪ ওভার আগেই ওই রান পেরিয়ে জিতেছে পাঞ্জাব। দলকে জেতাতে ৫৩ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান। রাজাপাকসে ২৮ বলে করেন ৪০ রান।
এর আগে ৩১ রানে ৪ উইকেট নিয়ে জেতার পথ করে দেন প্রোটিয়া পেসার রাবাদা। এই হারের পরও টেবিলে শীর্ষেই আছে গুজরাট। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাঞ্জাবের।
সহজ রান তাড়ায় শুরুতেই ফিরে যান জনি বেয়ারস্টো। এরপর দ্বিতীয় উইকেটে রাজাপাকসের সঙ্গে ৮৭ রানের জুটি পান ধাওয়ান। লঙ্কান বাঁহাতি টুর্নামেন্টে নিজের দারুণ ছন্দ বজায় রেখে খেলেন ২৮ বলে ৪০ রানের ইনিংস।
তিনি ফেরার পর লিভিংস্টোনকে নিয়ে ৪৮ রানের আরেক জুটিতে খেলা শেষ করে দেন। লিভিংস্টোন ১০ বলে করেন ৩০। ৮ চার, ১ ছক্কায় ৬২ আসে ধাওয়ানের ব্যাট থেকে।
টস জিতে ব্যাটিং বেছে এদিন সুবিধা করতে পারেনি গুজরাট। শুভমান গিল ফেরেন শুরুতেই। থিতু হয়ে বিদায় রাবাদার শিকার হন ঋদ্ধিমান সাহা। হার্দিক পান্ডিয়া থামেন ঋষি ধাওয়ানের বলে। রাহুল তেওয়াতিয়া, রশিদ খানদের বাড়তে দেননি রাবাদা। এক প্রান্ত আগলে রান করেছেন কেবল তিনে নামা সাই সুদর্শন। তার ৫০ বলে অপরাজিত ৬৫ রানে দেড়শোর কাছাকাছি একটা পুঁজি পেয়েছিল গুজরাট। যা নিয়ে পরে আর লড়াই করা হয়নি তাদের।
Comments