হেড-জাম্পার জবাব দিতে পারলেন না বাবর-ইমামরা

Travis Head
৭২ বলে ১০১ রানের ইনিংসে অজিদের নায়ক ট্রেভিস হেড। ছবি- টুইটার

আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ সেঞ্চুরি করে দলকে শক্ত পুঁজি পাইয়ে দেওয়ার পর বল হাতেও অবদান রাখলেন ট্রেভিস হেড। লেগ স্পিনে পাকিস্তানকে চেপে ধরলেন অ্যাডাম জাম্পা। রান তাড়ায় সেঞ্চুরি করেও তাই হতাশায় পুড়তে হলো ইমাম-উল হককে। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সঙ্গে একদম লড়াই জমাতে পারেনি বাবর আজমের দল।

মঙ্গলবার লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮৮  রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং পেয়ে হেডের ৭২ বলে ১০১ রানে ৩১৩ রানের পুঁজি পায় অজিরা। যার জবাবে ইমাম ৯৬ বলে ১০৩ আর বাবর ৫৭ রান করলেও বাকিদের ব্যর্থতায় পেরে  উঠেনি তাদের দল। প্রায় ৫ ওভার আগে তারা গুটিয়ে যায় ২২৫ রানে।

স্বাগতিক ব্যাটিং ধসিয়ে অবশ্য ম্যাচ জেতায় বড় ভূমিকা জাম্পার। এই লেগ স্পিনার ৩৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। সেঞ্চুরিয়ান হেডও ৩৫ রানে নিয়েছেন ২ উইকেট।

রান তাড়ায় ফখর জামানকে পঞ্চম ওভারে হারায় পাকিস্তান। তবে অধিনায়ক বাবর আর ইমাম মিলে দারুণ জুটিতে আভাস দিচ্ছিলেন রোমাঞ্চের। জুটিতে শতরানের কাছাকাছি যাওয়ার পর দারুণ ব্রেক থ্রো আনেন লেগ  স্পিনার মিচেল সোয়েপসন।

তার বলে ৫৭ করা বাবর এলবিডব্লিউতে কাটা পড়লে ম্যাচের ছবি বদলাতে থাকে। ইমাম একপাশে রান আনলেও তাকে সঙ্গ দিতে পারছিলেন না কেউ। সাউদ শাকিল ফেরেন হেডের বলে। মোহাম্মদ রিজওয়ানকে থামান জাম্পা।

সেঞ্চুরিয়ান হেড ছাঁটেন ইফতিখার আহমেদকেও। ৯৯ বলে সেঞ্চুরিতে পৌঁছে পাকিস্তানকে আশা দেওয়া ইমামকে থামিয়ে খেলা নিজেদের দিকে নিয়ে আসেন ন্যাথান এলিস। পরে হাসান আলি, ওয়াসিম জুনিয়রকে পর পর দুই বলে ফিরিয়ে দেন জাম্পা। শেষ স্বীকৃত ব্যাটার খুশদিল শাহও লেগ স্পিনার জাম্পাকে মারতে গিয়ে ক্যাচ দিলে বড় হার নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চকে নিয়ে দলকে শক্ত ভিত পাইয়ে দেন হেড। উদ্বোধনী জুটিতেই চলে আসে ১১০ রান। যাতে কেবল ২৩ ফিঞ্চের। ১৫তম ওভারে জাহিদ মাহমুদের বলে ফেরেন তিনি। বেন ম্যাকডারমটকে নিয়েও রানের চাকা সচল রাখেন হেড। ৬২ বলে এই দুজন যোগ করেন আরও ৬১ রান।

মাত্র ৭০ বলে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে আর এগুতে পারেননি হেড। ৭২ বলে ১২ চার, ৩ ছক্কায় শেষ হয় তার ১০১ রানের ইনিংস।এরপর মারনাশ লাবুশানের সঙ্গে জুটি হচ্ছিল ম্যাকডারমটের। প্রথম ফিফটির পর মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ফেরেন ম্যাকডারমট। ২৫ করা লাবুশানেকে তুলে নেন খুশদিল শাহ। রান পাননি আলেক্স ক্যারি। মার্কাস স্টয়নিস উঠে অনেকগুলো ডট বলে বাড়ান চাপ। শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের ৩০ বলে ৪০, শেন অ্যাবটের ৯ বলে ১৪ রানে তিনশো ছাড়িয়ে যায় অজিরা।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago