যে ভাবনায় আগামী আইপিএলও খেলবেন ধোনি

এবার আইপিএল শুরু কদিন আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছিল খেলোয়াড় হিসেবেও হয়ত ইতি টানতে যাচ্ছেন। কিন্তু রবীন্দ্র জাদেজা মাঝপথেই আবার নেতৃত্ব ফিরিয়ে দেন তাকে। চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার আসর শেষের আগে ধোনি জানালেন, এখনি বিদায় নয়, পরের আসরেও দেখা যাবে তাকে।
৪০ পেরুনো ধোনির রিফ্লেক্স আগের মতো নেই। ফিনিশিংয়ে নেই সেই ঝাঁজ। এবার আইপিএলে তার দল চেন্নাই ১৪ ম্যাচে জিততে পেরেছে কেবল চার ম্যাচ। শুক্রবার আসরের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারে ৫ উইকেটে।
এই ম্যাচের আগে টস করতে এলে ড্যানি মরিসন তাকে জিজ্ঞেস করেন পরের আসরে খেলবেন কিনা। সেখানেই ধোনি নিশ্চিত করেন কেন অন্তত আরেকটি আসর খেলতে চান তিনি, 'অবশ্য (আগামী আসরে খেলব)। কারণটি সহজ, চেন্নাইয়ের মাঠে না খেলে বিদায় নেওয়া উচিত হবে না। মুম্বাইয়ে দল ও ব্যক্তি হিসেবে আমি ভালোবাসা পেয়েছি কিন্তু চেন্নাই ভক্তদের জন্য এখানে বিদায় বলাটা ভাল হবে না।'
'আগামী বছর আশা করছি হোম-অ্যাওয়ে খেলা থাকবে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলব, সবাইকে গিয়ে গিয়ে বিদায় বলতে পারব।'
তবে আগামী আসরই যে শেষ হবে। তা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছে না চেন্নাই ও ভারতের অনেক সাফল্যের এই নায়ক, 'তবে ২০২৩ আমার শেষ হবে কিনা এটা বড় প্রশ্ন। কারণ পরের বছর নিয়ে আমরা আগাম কিছু বলতে পারি না। তবে কঠোর পরিশ্রম করে আমি পরের বছরে ফিরতে চাইব।'
Comments