রাজস্থানের দুর্দান্ত জয়ে খরুচে মোস্তাফিজ

রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম আইপিএল সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার শেষের ঝড়ে দুইশ ছোঁয়া সংগ্রহ পেল চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বড় ঝাপটা গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। ভীষণ খরুচে বোলিংয়ের পরও অবশ্য স্বস্তি মিলল বাংলাদেশের বাঁহাতি পেসারের। কারণ যশস্বী জইসওয়াল, এভিন লুইস ও শিভাম দুবের ব্যাটিং তাণ্ডবে জয় নিয়ে মাঠ ছাড়ল রাজস্থান রয়্যালস।
শনিবার আবুধাবিতে ১৫ বল হাতে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেন্নাইকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তোলে মহেন্দ্র সিং ধোনির দল। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেটে ১৯০ রান করে জয় ছিনিয়ে নেন সঞ্জু স্যামসনরা।
রাজস্থানের হয়ে খেলা মোস্তাফিজ চার ওভারে খরচ করেন ৫১ রান। তার ও চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভার থেকেই রুতুরাজ ও জাদেজা মিলে আনেন ২২ রান। একদম শেষ ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন দারুণ ছন্দে থাকা রুতুরাজ। তিনি ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। তার আগ্রাসী ইনিংসে ছিল ৯ চার ও ৫ ছক্কা। জাদেজার ব্যাট থেকে ৪ চার ও ১ ছয়ের সাহায্যে আসে ১৫ বলে ৩২ রান। রাজস্থানের রাহুল তেওয়াতিয়া ৩ উইকেট পান ৩৯ রানে।
লক্ষ্য তাড়ায় বিস্ফোরক শুরু আনেন লুইস ও জইসওয়াল। তারা মাত্র ৫.২ ওভারে তোলেন ৭৭ রান। ১২ বলে সমান ২ চার ও ছক্কায় ২৭ করা লুইসকে বিদায় করেন শার্দুল ঠাকুর। সঙ্গী হারিয়ে জইসওয়ালও টেকেননি। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৫০ রান। তিনি হাঁকান ৬ চার ও ৩ ছক্কা।
দুই ওপেনারের গড়ে দেওয়া ভিত কাজে লাগিয়ে এরপর জ্বলে ওঠেন দুবে। অধিনায়ক স্যামসনের সঙ্গে ৫৮ বলে ৮৯ রানের জুটিতে জয় রাজস্থানের মুঠোয় নিয়ে আসেন তিনি। স্যামসন ফিরলেও দুবে ম্যাচ শেষ করেই থামেন। ফিফটি তুলে নিয়ে ৪২ বলে ৬৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল সমান ৪ চার ও ছক্কা।
ইতোমধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলা চেন্নাইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৮। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে রাজস্থান। প্লে-অফে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে তাদের।
Comments