রাহুলের সেঞ্চুরিতে প্রথম দিনটা ভারতের

দুই বছর ইংল্যান্ড সিরিজে ফিরলেন লোকেশ রাহুল। ফিরে ট্রেন্ট ব্রিজে টেস্টে সেঞ্চুরির কাছে গিয়েও পারেনি। তবে দ্বিতীয় টেস্টে ঠিকই কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। দারুণ এক সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছেন দারুণ অবস্থানে। লর্ডসে প্রথম দিনে ইংলিশদের উপর আধিপত্য বিস্তার করছে সফরকারী ভারতই।
বৃহস্পতিবার দিন শেষে ৩ উইকেটে ২৭৬ রান করেছে ভারত। ১২৭ রান নিয়ে অপরাজিত আছেন রাহুল। তার সঙ্গে ১ রান নিয়ে উইকেটে আছেন অজিঙ্কা রাহানে।
অথচ এ সিরিজে খেলারই কথা ছিল না রাহুলের। সিরিজ শুরু আগে ইনজুরিতে ছিটকে পরেন শুভমান গিল। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও পরেন ইনজুরিতে। যে কারণে সুযোগ পেয়ে যান রাহুল। আর সুযোগটা দারুণভাবেই কাজে লাগালেন এ ওপেনার।
এদিন টসটা জিতেছিল ইংল্যান্ডই। কিন্তু বেছে নেয় ফিল্ডিং। আর স্বাগতিকদের ভুল প্রমাণ করে অসাধারণ ব্যাটিং করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও রাহুল। ওপেনিং জুটিতে আসে ১২৬ রান। অসাধারণ এ ডেলিভারিতে রোহিতকে বোল্ড করে ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন।
এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি চেতস্বর পুজারাও। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হন তিনি। ফলে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন রাহুল। গড়েন ১১৭ রানের আরও একটি দারুণ জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সফরকারীরা।
হতাশা হয়তো আরও লম্বা হতো স্বাগতিকদের। কিন্তু শেষ বিকেলে ভারতীয় অধিনায়ককে ফেরান ওলে রবিনসন। তাতে কিছু স্বস্তি পায় ইংল্যান্ড।
ভারতের পক্ষে সর্বোচ্চ ১২৭ রান করে অপরাজিত আছেন রাহুল। ২৪৮ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। সেঞ্চুরি পথে এগিয়ে ছিলেন রোহিতও। ৮৩ রান করে ফিরেন তিনি। ১৪৫ বলে ১১টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। কোহলির ব্যাট থেকে আসে ৪২ রান।
ইংলিশদের পক্ষে ৫২ রানের খরচায় ২টি উইকেট পান অ্যান্ডারসন। ১টি উইকেট পান রবিনসন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৯০ ওভারে ২৭৬/৩ (রোহিত ৮৩, রাহুল ১২৭*, পুজারা ৯, কোহলি ৪২, রাহানে ১*; অ্যান্ডারসন ২/৫২, রবিনসন ১/৪৭, কারান ০/৫৮, উড ০/৬৬, মইন ০/৪০)।
Comments