রুট-বেয়ারস্টোর ব্যাটে হার দেখছে ভারত

ক্যারিয়ারের সেরা ফর্মেই আছেন জনি বেয়ারস্টো। তার প্রথম ইনিংসের সেঞ্চুরিতেই ম্যাচে টিকে ছিল ইংলিশরা। এবার দ্বিতীয় ইনিংসেও ঢাল হয়ে দাঁড়িয়েছে তার ব্যাট। এবার সঙ্গে পেয়েছেন সাবেক অধিনায়ক জো রুটও। এ দুই ব্যাটারের অসাধারণ ব্যাটিংয়ে আরও একটি রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় ইংল্যান্ড। হারের পথে সফরকারী ভারত।
সোমবার বার্মিংহ্যামের এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের দেওয়া ৩৭৮ রানের লক্ষ্যে ৩ উইকেটে ২৫৯ রান করেছে ইংল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য করতে হবে আরও ১১৯ রান। এর আগে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায়।
তবে এদিন শুরুতেই বেয়ারস্টোকে ফেরাতে পারতো ভারত। ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সে ক্যাচ তালুবন্দি করতে পারেননি হনুমা বিহারী। এরপর ব্যক্তিগত ৩৯ রানে জীবন পান আরও একটি। শার্দুল ঠাকুরের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন। ঝাঁপিয়ে ধরতে চেষ্টা করলেও লুফে নিতে পারেননি উইকেটরক্ষক রিশাভ পান্ত।
ভাগ্যও সঙ্গ দেয়নি সফরকারীদের। জো রুটের বিপক্ষে দুটি জোরালো আবেদনে রিভিউ নিয়েছিল ভারত। কিন্তু দুইবারই বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি গড়েই দিন শেষ করে ইংল্যান্ড।
অবশ্য ইংল্যান্ডের শুরুটাই দারুণ করেন দুই ওপেনার আলেক্স লিস ও জ্যাক ক্রাউলি। ওপেনিং জুটিতেই আসে ১০৭ রান। কিন্তু এরপর জাসপ্রিত বুমরাহর তোপে মাত্র ২ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে উল্টো চাপে পড়ে স্বাগতিকরা। ক্রাউলিকে বোল্ড করেন ভাঙেন জুটি। পরের ওভারে ফিরে অলি পোপকে উইকেটরক্ষক পান্তের ক্যাচে পরিণত করেন। এরপর আলেক্স লিস পড়েন রানআউটের ফাঁদে।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন রুট। ১১২ বলে ৯টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। ৭২ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো। ৮৭ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ১টি ছক্কায়। এছাড়া লিস ৫৬ ও ক্রাউলি ৪৬ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষে ২টি শিকার বুমরাহর।
সকালে আগের দিনের ৩ উইকেটে ১২৫ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। স্কোরবোর্ডে এদিন ২৮ রান যোগ করার পর চেতশ্বর পুজারাকে ফিরিয়ে ৭৮ রানের জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। এরপর শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন পান্ত। আইয়ারকে ফেরান ম্যাথিউ পটস। স্কোরবোর্ডে আর ৮ রান যোগ হতে জ্যাক লিচের শিকার হন পান্ত। তাতেই ভাঙে ভারতের প্রতিরোধ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। ৫৫ রানের ব্যবধানে হারায় শেষ ৬ উইকেট।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন পুজারা। ১৬৮ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৮৬ বলে ৫৭ রান করেন পান্ত। ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া রবীন্দ্র জাদেজা ২৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ৩৩ রানের খরচায় ৪টি উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। ২টি করে উইকেট পান ব্রড ও পটস।
Comments