লতার মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত কোহলিরা

দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রেখে অবশেষে চির বিদায় নিয়েছেন লতা মঙ্গেশকর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে ভারতসহ গোটা বিশ্বে। শোক ছেয়ে গেছে ভারতীয় ক্রিকেট অঙ্গনেও। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণরা।
টানা প্রায় চার সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লতা। গত কয়েক দিনে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু শনিবার আচমকা অবনতি হতে শুরু করলে নেওয়া হয় ভেন্টিলেশনে। শেষ পর্যন্ত রোববার না ফেরার দেশে চলে যান কোকিলকণ্ঠী এ সঙ্গীত শিল্পী।
এ কিংবদন্তির বিদায়ে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর নিজেদের এক হাজারতম ম্যাচ খেলতে কালো বাহুবন্ধনী পরে খেলতে নামবেন বলে জানিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা, 'লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথমটায় কালো বাহুবন্ধনী পরে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।'
লতার বিদায়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাবেক অধিনায়ক কোহলি লিখেছেন, 'লতা জির মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। তার সুরেলা সঙ্গীত বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। দারুণ গান ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। তার পরিবার ও ভালোবাসার মানুষদের জানাই আমার গভীর সমবেদনা।'
কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে লিখেছেন, 'লতাজির অবিনাশী কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।'
শ্রদ্ধা জানিয়ে লক্ষ্মণ লিখেছেন, 'ভারত রত্ন লতা মঙ্গেশকর দিদির মৃত্যুর খবর পেয়ে ব্যথিত। তার কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তার পরিবার, বন্ধু ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতি সমবেদনা।'
অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, 'তার কণ্ঠ আমাদের সঙ্গে থাকবে চিরকাল। শান্তিতে ঘুমান লতাজি।'
কিংবদন্তি এ সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানান সাবেক অফস্পিনার হরভজন সিংও, 'লতাজির মৃত্যুর খবর শুনে দুঃখিত। আপনার সুর আমাদের হৃদয়ে থাকবে আজীবন।'
সাবেক ওপেনার বীরেন্দর শেবাগও শোকাহত, 'ভারতের বুলবুল পাখি। তার কণ্ঠ স্বর অনুরণিত হয়েছে, সারা বিশ্বের লাখ লাখ মানুষকে সুখানুভূতি দিয়েছে এবং আনন্দিত করেছে। তার পরিবার ও ভক্তদের জানাই আন্তরিক সমবেদনা।'
আরেক সাবেক ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, 'কিংবদন্তিরা থাকেন অমর হয়ে। আর কেউই কখনো তার মতো হতে পারবেন না।'
ওপেনার শিখর ধাওয়ান লিখেছেন, 'আপনার সঙ্গীত আমাদের আত্মাকে স্পর্শ করতো এবং আমাদের হাসি এনে দিতো। লতা মঙ্গেশকর জি শান্তিতে ঘুমান। আপনার কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'
ভারতের নারী দলের তারকা ক্রিকেটার মিতালি রাজ লিখেছেন, 'ভারতের গানের পাখি লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাঁর কণ্ঠস্বর আমাদের সবার মধ্যে চিরঞ্জীব হয়ে রইবে।'
ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'গভীর মর্মবেদনা ও যন্ত্রণার মধ্যে আছি। ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সব গান আর স্মৃতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ সে সবকিছুর জন্য, যার কারণে আমরা ভারতীয় হিসেবে গর্বিত হয়েছি বারবার।'
শুধু ভারতেরই নয়, লতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেও, 'কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। শান্তিতে ঘুমান।'
Comments