লাল বলেও ভারতের অধিনায়ক রোহিত শর্মা

কে হচ্ছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন উঠল রোহিত শর্মার হাতে। ভারতের তিন সংস্করণের ক্রিকেটের অধিনায়ক এখন 'হিটম্যান'। তার ডেপুটি হলেন পেসার জাসপ্রিত বুমরাহ।
শনিবার শ্রীলঙ্কার সিরিজের জন্য ভারতের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করেছে সংস্থাটি। আর এ ওপেনারই যে লাল বলে স্থায়ী অধিনায়কও তাও স্পষ্ট করে দিয়েছে তারা। লঙ্কানদের বিপক্ষেই লাল বলের ক্রিকেটে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সে সিরিজে অবশ্য কোহলির অনুপস্থিতিতে একটি ম্যাচে অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। বিবেচনায় ছিলেন তিনিও। এছাড়া উঠে আসছিল রিশাভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিনের নামও। তবে রোহিতেই আস্থা রেখেছে ভারত।
তবে এ সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের দুই অভিজ্ঞ তারকা আজিঙ্কা রাহানে ও চেতশ্বর পুজারা। তাদের সঙ্গে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা ও পেসার ইশান্ত শর্মারও। জাতীয় দলে ফিরতে হলে রনজি ট্রফিতে নিজেদের প্রমাণ করতে বলা হয়েছে তাদের। তবে ফিরেছেন রবীন্দ্র জাদেজা।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, রিশাভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।
Comments