লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন সাকিব?
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার মোহামেডানের হয়ে খেলার কথা ছিল দেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের। তবে পারিবারিক কারণে খেলা হয়ে ওঠেনি তার। এদিকে দলটি সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে মোহামেডান। ফলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন ও অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এ জি এম সাব্বির।
মূলত সাকিবের চাওয়াতেই তাকে রূপগঞ্জে ছেড়ে দিচ্ছে মোহামেডান। যুক্তরাষ্ট্র থেকেই ফোনে আগের রাতে মোহামেডানের সঙ্গে যোগাযোগ করেন এ অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাব্বির বলেন, 'গত রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান। তিনি বলেছেন, এই সিজনে আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহামেডান কোয়ালিফায়ার না করায় আমি সুপার লিগের যে কোনো একটি দলে খেলতে চাই। পরে জানিয়েছেন, লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার কথা হয়েছে। তার অনাপত্তিপত্র চাওয়ার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেওয়ার।'
তবে এখনও এ বপারে সিসিডিএমকে অবহিত করা হয়নি বলেই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, 'কোনো ক্রিকেটারের এভাবে দল বদলের ক্ষেত্রে তিনটি বিষয়ের দরকার পড়ে। প্রথমত, মোহামেডানকে অনাপত্তিপত্র দিতে হবে। দ্বিতীয়ত, সাকিবের সম্মতিপত্র লাগবে। আর সবশেষে, লিজেন্ডস অব রূপগঞ্জকে দিতে হবে একটি স্বীকৃতিপত্র যে সাকিব তাদের হয়ে খেলবে। এগুলা সিসিডিএমে এসে পৌঁছালে যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হবে। তবে সাকিবের ব্যাপারে এখনও কোনোকিছুই আমাদের কাছে আসেনি।'
প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী যদি কোনো খেলোয়াড় যদি দলের হয়ে একটি ম্যাচও না খেলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে, সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় অন্য দলের হয়ে খেলতে পারবে। সেই নিয়মের সুবিধাই নিচ্ছেন সাকিব। এর আগে এবারই মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
সুপার সিক্সে এর মধ্যেই একটি ম্যাচ খেলেছে রূপগঞ্জ। আগের দিন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে তারা। তবে লিগের শেষ চার ম্যাচে সাকিবকে পাচ্ছে লিজেন্ডস। নিজেদের পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবেন এ অলরাউন্ডার। যে কারণে আগামীকালই দেশে ফেরার কথা রয়েছে তার।
প্রিমিয়ার লিগে এবার শিরোপা দৌড়ে শেখ জামাল এগিয়ে থাকলেও টিকে আছে রূপগঞ্জের আশা। যদিও দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান চার। ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রূপগঞ্জ। বাকি রয়েছে আরও চার রাউন্ড। সেক্ষেত্রে অবশ্যই শেখ জামালের বিপক্ষে জিততেই হবে তাদের। কারণ প্রথম রাউন্ডের ম্যাচে তাদের বিপক্ষে হেরে হেড টু হেডে পিছিয়ে আছে রূপগঞ্জ।
Comments