শুধু পেসার নিয়ে নামতে পারব না: ডমিঙ্গো

Russell Domingo
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন ১৮ ক্রিকেটার। তাদের মধ্যে পেসার ছয় জন। নিউজিল্যান্ডের কন্ডিশন ও উইকেট পেস সহায়ক হওয়ায় দলে গতিময় বোলারদের উপস্থিতি প্রত্যাশিতই। কিন্তু একাদশে সুযোগ মিলবে কয়জনের? প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথা থেকে পাওয়া গেল সেই ধারণা।

ঐতিহ্যগতভাবে নিউজিল্যান্ডের উইকেট পেসবান্ধব হলেও কেবল পেসারদের নিয়ে একাদশ সাজানোর ভাবনায় যেতে পারছে না বাংলাদেশ দল। চার পেসার নয়, তিন পেসারের সঙ্গে এক স্পিনার নিয়ে একাদশ সাজানোর কথাই ঘুরেফিরে জানিয়েছেন ডমিঙ্গো। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের স্কোয়াডেই রাখেনি কোনো বিশেষজ্ঞ স্পিনার। ভারতের মাটিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া এজাজ প্যাটেলকে বাদ দিয়েছে তারা। কিউইদের দলে থাকা পাঁচ পেসার হলেন নেইল ওয়াগনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।

দুই দলের মধ্যকার প্রথম টেস্ট শুরুর আগের দিন শুক্রবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, টেস্টের শেষ দুই দিনে স্পিনাররা সহায়তা পাবেন বলে মনে হচ্ছে তার, 'আমরা আশা করছি, উইকেট ভালো হবে। প্রথম দিনের শুরুতে উইকেটে কিছু ঘাস থাকবে। আমাদের এমন একটা দল নির্বাচন করতে হবে যারা দুই দিকই সামাল দিতে পারবে। কিছুটা পেস, কিছুটা স্পিন। কারণ আমি মনে করি, টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে স্পিন ধরবে।'

একাদশ প্রসঙ্গে নিউজিল্যান্ডের এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা সময়ের জন্য থমকে যান বাংলাদেশের প্রধান কোচ। তার চোখেমুখে যে অভিব্যক্তি ফুটে ওঠে তা মোটেও ইতিবাচক অর্থ বহন করে না, বোঝায় অপারগতা আর অসহায়ত্ব।

বাংলাদেশের প্রধান কোচ জানান, আক্রমণে ভারসাম্য রাখতে হচ্ছে তাদের, 'বাংলাদেশের জন্য এটা বেশ 'ট্রিকি'। ঐতিহ্যগতভাবে আমাদের শক্তির জায়গা হলো স্পিন। আমাদের বেশ কিছু পেসার রয়েছে যাদের নিয়ে আমরা উদ্দীপ্ত। সত্যি বলতে, সম্ভবত তিন পেসার ও এক স্পিনার নিয়ে শুরু করব আমরা। নির্বাচকদের সঙ্গে আবার আলাপ করব এবং দেখব উইকেটটা কেমন। আক্রমণে আমাদের ভারসাম্য রাখতে হবে। আমরা শুধু পেসার নিয়ে নামতে পারব না।'

পেসার হিসেবে বাংলাদেশ দলে আছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম। তাদের মধ্যে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল ছিলেন আবু জায়েদ ও তাসকিন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে টাইগার স্কোয়াডে রয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর চারটায়। 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago