শোকে স্তব্ধ বাংলাদেশের ক্রিকেট অঙ্গন
দিনের শুরুতে আসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও ম্যাচ রেফারি সামিউর রহমান সামির মৃত্যু সংবাদ। বিকেল গড়াতে চলে গেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তিন বছর ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান এ বাঁহাতি স্পিনার। এই মৃত্যুতে বিষাদের কালো ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেট অঙ্গনে।
মঙ্গলবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় রুবেলকে। তবে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জীবনযুদ্ধে হার মেনে নেন এ ক্রিকেটার।
রুবেল মৃত্যুসংবাদ জানার পর শোকে বিহ্বল হয়ে পড়ে অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেন তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও রুবেলের বন্ধু মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, 'ভালো থাকিস বন্ধু …'
শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, 'দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।'
ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবালও করেছেন প্রার্থনা, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মোশারফ হোসেন রুবেল ভাই (১৯৮১-২০২২)।'
অসময়ে রুবেলকে হারিয়ে যেন মানতেই পারছেন না উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়, 'তোমাকে অনেক ভলোবাসতাম ভাই। তোমাকে অনেক মিস করবো ভাই। আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।'
রুবেলের মৃত্যু সংবাদ শুনে হতাশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ 'ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুর সংবাদ জেনে হতাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন!'
মর্মাহত জাতীয় দলের আরেক উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও, 'মোশাররফ রুবেল ভাইয়ের খবর শুনে মর্মাহত। শান্তিতে বিশ্রাম নিন।'
রুবেলের বন্ধু ও জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরিফ লিখেছেন, 'আমার বন্ধু মোশাররফ রুবেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।'
সময়ের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ প্রার্থনা করে লিখেছেন, 'বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ মারা গেছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন!'
সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় লিখেছেন, 'প্রিয় মোশারফ রুবেল। আল্লাহ তোমাকে জান্নাত ডান করুন।'
ইমরুল কায়েস যেন স্বজন হারানোর বেদনায় পুড়ছেন, 'দুই বছর আগে এই একই দিনে, আমি আমার বাবাকে হারিয়েছি এবং আজ আমি একজন কাছের মানুষকে হারালাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।'
নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি যেন ভাষা হারিয়ে ফেলেছেন, 'কি লিখবো জানি না........ওপারে ভালো থাকবেন এই কামনা...'
সৌম্য সরকার লিখেছেন, 'মোশাররফ হোসেন রুবেল ভাই শান্তিতে থাকুন। আপনাকে মিস করবো।'
বাংলাদেশ ক্রিকেটের জন্য আজ বড় দুঃখের দিন বলেই মনে করেন সাবেক পেসার ও আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন, 'বাংলাদেশ ক্রিকেটের জন্য আজ দুঃখের দিন। বাংলাদেশ ক্রিকেট আপনাদের কাছে কৃতজ্ঞ সামি ভাই ও রুবেল।'
সাব্বির রহমান লিখেছেন, 'আজ মারা গেছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন!'
Comments