শ্রীলঙ্কার কাছে ১ রানে হারল বাংলাদেশের যুবারা

জয়ের পথেই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অসাধারণ ব্যাটিংয়ে লক্ষ্যের দিকেই দলকে নিয়ে যাচ্ছিলেন মাহফিজুল ইসলাম। কিন্তু বিতর্কিত এক এলবিডাব্লিউতে বদলে যায় সব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উল্টো হারতেই হলো বাংলাদেশের যুবাদের।

রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৮ রান করে তারা। জবাবে ৩ বাকি থাকতে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

মূলত একটি বিতর্কিত এলবিডাব্লিউ ও দুটি রানআউটই পার্থক্য গড়ে দেয় ম্যাচের। পাথিরানার ডেলিভারিটি ব্যাট দিয়েই ঠেকিয়েছিলেন মাহফিজুল। কিন্তু লঙ্কানদের আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে ব্যাটেই লেগেছিল বল। আর রদ্রিগো ও পাথিরাজার দুটি সরাসরি থ্রো আরও পিছিয়ে দেয় যুবা টাইগারদের।

অথচ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় দারুণ। ইফতেখার হোসেনকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন মাহফিজুল। এরপর ইফতেখার ফিরে গেলে তাহজিবুল ইসলামের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন তিনি। এরপর দ্রুত দুটি উইকেট হারালেও অধিনায়ক মেহেরব হাসানের সঙ্গে ৫৩ রানের আরও একটি দারুণ জুটি গড়েন মাহফিজুল।

এরপরই তার বিতর্কিত আউটে বদলে যায় ম্যাচের চিত্র। মাহফিজুলের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে বাংলাদেশের। তবে আরিফুলের দৃঢ়তায় জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু ৪৮তম ওভারে জোড়া ধাক্কা দিয়ে ম্যাচ কঠিন করে দেন পাথিরানা। এরপর শেষ জুটিতে রিপনকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আশিকুর রহমান। তবে মাত্র ১ রান দূরে থাকতে পাথিরাজার সরাসরি থ্রোতে আউট হন রিপন। হেরেই যায় যুবারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন মাহফিজুল। ৯৬ বলে ৮টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৩১ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ইফতেখারের ব্যাট থেকে আসে ৩৬ রান। অধিনায়ক মেহেরব ৪৭ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করেন। আরিফুল করেন ২৩ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৪.৩ ওভার বল করে ২৬ রানের খরচায় ৩টি উইকেট নেন পাথিরানা। ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন দুনিথ ওয়েলালাগেও। ২টি শিকার ট্রাভেন ম্যাথেউর। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম ধাক্কাটা খায় দলীয় ১১ রানেই। জেওয়াকা শাশেনকে বোল্ড করেন আশিকুর জামান। তবে দ্বিতীয় উইকেটে শেভন ড্যানিয়েলকে নিয়ে ৬৬ রানের দারুণ এক জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন আরেক ওপেনার সদেশ জয়াবর্দেনা। এরপর পবন পাথিরাজাকে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৫৪ রানের জুটি গড়েন এ ওপেনার। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন জয়াবর্দেনা। ৯৪ বলে ৪টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান এ ওপেনার। পাথিরাজার ব্যাট থেকে আসে ৫১ রান। ৬৮ বলে ৪টি চারে এ রান করেন তিনি। ৫৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৪ রান করেন ড্যানিয়েল। বাংলাদেশের পক্ষে ৪৯ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। ৫৪ রানের বিনিময়ে ২টি শিকার করেন আশিকুর।

Comments