শ্রীলঙ্কা সফরের যুব দল ঘোষণা

bangladesh under 19
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি: বিসিবি

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২১ জনের বাংলাদেশ যুব ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি পেসার আহসান হাবিব লিওন। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন খালিদ হাসান, আশরাফুল ইসলাম সিয়াম ও শামসুল ইসলাম ইপন। খালিদ ও আশরাফুল অবশ্য এই সফরের স্ট্যান্ডবাই তালিকায় আছেন।

ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কায় রওয়ানা হবে যুব দল। কলম্বো পৌঁছে আইচ মোল্লাহরা সরাসরি চলে যাবেন ডাম্বুলায়। কোভিড-১৯ পরীক্ষা ও তিন দিনের কোয়ারেন্টিনের পর ১১ অক্টোবর থেকে অনুশীলন শুরু করার কথা তাদের।

১৫ অক্টোবর ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর হবে সিরিজের বাকি সব ম্যাচ। ২৬ অক্টোবর দেশে ফিরবে জুনিয়র টাইগাররা।

নবগঠিত যুব দলের এটিই প্রথম বিদেশ সফর। করোনাভাইরাসের কারণে এর আগে কয়েকটি সফরের উদ্যোগ নিয়েও বাস্তবায়ন করা যায়নি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে খেলা শুরু করে তারা। ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলেও চারদিনের ম্যাচে হেরে যায় মেহরব হোসেনের দল।

শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।

স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

36m ago