সমস্যা এড়াতে গিয়েই কি ডার্বিতে হারল রিয়ালের?

বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো যেমন যেমন মর্যাদার, ঠিক তেমনি অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিও কম মর্যাদার নয় রিয়াল মাদ্রিদের জন্য। তবে আগের ম্যাচেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন দলের সেরা তারকাদের বিশ্রাম দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার ফলাফলটা ভালো হয়নি লস ব্লাঙ্কোসদের।
ওয়ান্দা মেত্রোপলিতানোতে রোববার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি স্পটকিক থেকে আদায় করেন ইয়ানিক কারাসকো। আর এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে অনেকটাই এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা।
মূলত খেলোয়াড়দের ক্লান্তি দূর করাই ছিল লক্ষ্য। তাই এদিন করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, থিবো কর্তুয়া, লুকা মদ্রিচের মতো তারকা খেলোয়াড়দের প্রথম একাদশে রাখেননি আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলি হিসেবে ভিনিসিয়ুস ও মদ্রিচকে নামিয়েছিলেন। তবে পরে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তারা।
ম্যাচ শেষে বেনজেমাদের বসিয়ে রাখার কারণ ব্যাখ্যা করেন আনচেলত্তি, 'সে (বেনজেমা) ক্লান্ত। সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। আমার প্রথম লক্ষ্য ছিল সমস্যা এড়িয়ে যাওয়া। মদ্রিচও অনেক ক্লান্ত। তাই আমি তাদের শুরুতেই দলের রাখিনি। চেষ্টা করছি আগামী ৮ তারিখের ম্যাচে যেন সবাই উপস্থিত থাকে, পুরো স্কোয়াড। আমরা এ লক্ষ্যেই কাজ করছি। '
লিগ শিরোপা জয় নিশ্চিত হলেও এখনও তিনটি ম্যাচ রয়েছে রিয়ালের। লেভান্তে, কাদিজের পর রিয়াল বেটিসের মুখোমুখি হবে দলটি। এর পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ লিভারপুল। তাই সে ম্যাচকে লক্ষ্য রেখে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে চান আনচেলত্তি।
Comments