সাইফ হাসানকে ছাড়িয়ে বিজয়ের রেকর্ড
এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে অবিশ্বাস্য ছন্দ দেখিয়ে একটি রেকর্ডের নাগালে ছিলেন এনামুল হক বিজয়। লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে খুব বেশি সময় নিলেন না তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৩ রানের ইনিংসের পথে চূড়ায় উঠেন বিজয়।
বৃহস্পতিবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপর্যয়ে আবারও ত্রাতা ছিলেন বিজয়। দলের ১৫২ রানের মাঝে তিনি একাই করেন ৭৩ রান। এতে করে সাইফ হাসনকে পেছনে ফেলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হয়ে গেছে তার।
২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেছিলেন সাইফ। তাকে অনেকখানি পেছনে ফেলে বিজয়ের রান এখন ৮৭৮। প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট-এ মর্যাদার পর এক আসরে হাজার রানের মাইলফলকের হাতছানি তার সামনে।
এদিন ৮০৫ রান নিয়ে নেমেছিলেন বিজয়। রেকর্ড ভাঙতে দরকার ছিল কেবল ১০ রান। সেটা অনায়াসে তুলে দলের বিপদের কান্ডারি হন তিনি। আল-আমিন হোসেনের বলে আউট হওয়ার আগে ৬ চার, ১ ছক্কায় ৯১ বলে করে যান ৭৩।
এখন পর্যন্ত লিগে দুরন্ত ছন্দে থাকা বিজয় ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। এই পথে ১৮৪ রানেরও একটি ইনিংস খেলেছেন এনামুল। ৮৭৮ রান এসেছে ৭ ফিফটি আর ২ সেঞ্চুরিতে।
Comments