সাইমন্ডসের মৃত্যুতে স্তব্ধ ক্রিকেট বিশ্ব

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চলেই গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। তার মৃত্যুর সংবাদে শোকে মুহ্যমান ক্রিকেট বিশ্ব। সাবেক সতীর্থ হতে শুরু করে তার শত্রু শিবিরও মানতে পারছেন না এ দুর্ঘটনা। সামাজিকমাধ্যমে এ কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

শনিবার রাত ১১টার দিকে কুইন্সল্যান্ড রাজ্যে টাউন্সভিল শহরের কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটে। রাস্তা থেকে ছিটকে পড়ে সাইমন্ডসের গাড়ি। ৪৬ বছর বয়সী এ সাবেক খেলোয়াড়কে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। তবে দুর্ঘটনার সময় লাগা আঘাতের কারণে তারা তাকে বাঁচাতে পারেননি।

অ্যাডাম গিলক্রিস্ট টুইট করেছেন, 'এটা সত্যি অনেক কষ্টদায়ক'। অন্য আরও একটি টুইটে লিখেছেন, 'আপনার সবচেয়ে বিশ্বস্ত, মজার, প্রেমময় বন্ধুর কথা ভাবুন যে আপনার জন্য সবকিছু করতে পারে। তিনি হলেন রয়।

হৃদয় ভেঙে গেছে মাইকেল বেভানের, 'হৃদয় ভেঙে দেওয়ার মতো। অস্ট্রেলিয়ার ক্রিকেট আরও একজন নায়ককে হারাল। ২০০৩ বিশ্বকাপের সতীর্থ। দুর্দান্ত এক প্রতিভা। শান্তিতে থেকো, সিমো!'

সাইমন্ডসের আরেক সতীর্থ জেসন গিলেস্পিও বিধ্বস্ত, 'ঘুম থেকে উঠেই জঘন্য সংবাদ। বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমরা সবাই তোমাকে অনেক মিস করব বন্ধু।'

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ব্যথিত, 'অ্যান্ড্রু সাইমন্ডের মৃত্যুর কথা শুনে মর্মাহত। তার আত্মা শান্তিতে থাকুক। ঈশ্বর এই কঠিন মুহূর্তে তার পরিবারকে শক্তি দিন।'

যুজবেদ্র চাহাল তো যেন নিজের পরিবারের সদস্য হারিয়েছেন, 'আজ আমি আমার অনেক কাছে একজন মানুষকে হারালাম। তুমি শুধু আমার সতীর্থই ছিলে না। আমার পরিবার। আমার সাইমন্ডস চাচা। আমি তোমাকে অনেক মিস করব। শান্তিতে থাকো।'

পাকিস্তানি সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ লিখেছেন, 'গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু শুনে ব্যথিত। মাঠের বাইরে এবং মাঠের বাইরে কিছু ভালো স্মৃতি রয়েছে। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।'

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার টুইট করে লিখেছেন, 'অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর কথা শুনে স্তম্ভিত। মাঠে এবং বাইরে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। তার পরিবারের জন্য প্রার্থনা।'

মানতে পারছেন না ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণও, 'ভারতে ঘুম থেকে উঠেই একটা বাজে সংবাদ শুনলাম। শান্তিতে থাকো আমার প্রিয় বন্ধু। খুবই দুঃখজনক একটা সংবাদ।'

লঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজ লিখেছেন, 'বেদনাদায়ক সংবাদের মধ্য দিয়ে দিনটা শুরু হলো। শান্তিতে থাকবেন, কিংবদন্তি!'

বিশ্বাসই করতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, 'সিমো, বাস্তব বলে মনে হচ্ছে না!'

শোকস্তব্ধ  গ্রায়েম সোয়ানও, 'শান্তিতে থেকো, রয়!'

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ এবং ২০০৭ সালে দুটি বিশ্বকাপ খেলেছেন সাইমন্ডস। খেলেছেন ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে তার ব্যাট থেকে যথাক্রমে রান এসেছে ১৪৬২, ৫০৮৮ এবং ৩৩৭। তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন মোট ১৬৫টি। তবে আক্রমণাত্মক মেজাজের জন্য একটু বেশি পরিচিত ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

3h ago