'সাকিব অধিনায়ক হওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ'

মুমিনুল হককে সরিয়ে আবার বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব আল হাসান। এ নিতে তৃতীয়বার পেলেন এ দায়িত্ব। এবার অবশ্য ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে। তবে আগের দুই বারের মতো এবার সূচনাটা ভালো হয়নি। তবে মাঠের ফলাফল যাইহোক, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন সঠিক হাতেই রয়েছে বাংলাদেশ দলের নেতৃত্ব। সময় দিলে সাকিবই টেস্ট ক্রিকেটে এনে দিতে পারবেন ভালো কিছু।
সাকিব ফের অধিনায়ক করায় দারুণ খুশি তার সাবেক সতীর্থ মাশরাফি, 'সাকিব যে অধিনায়ক হয়েছে এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। এ কারণে মনে করি টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ও পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটা আছে। আমি যেটা বললাম রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না। সাকিবের হাতে গিয়েছে মানে জিতে যাবো, এটা কোনো ফ্লুক না। বাকি ১০জনকেও পারফর্ম করতে হবে। সুতরাং সাকিবকে একটু সময় দিতে হবে। সে জিনিসটাকে গুছিয়ে নিয়ে যখন সামনে অগ্রসর হবে তখন দেখবেন জিনিসটা আস্তে আস্তে হয়েছে।'
টেস্টে বাজে ফলাফল করলেও এখনই হতাশ হতে রাজী নন মাশরাফি, 'টেস্ট আমরা কখনোই ভালো ছিলাম না। আমরা মাঝে হোমে কিছু ম্যাচ জিতেছিলাম, একটা প্রগ্রেসের দিকে যাচ্ছিলো। কিন্তু হঠাৎ করে আবার নিচের দিকে। টেস্টে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। যে ফরম্যাটে ধারাবাহিক সেই ফরম্যাট হল ওয়ানডে। ২০১৫ সাল থেকেই আমরা ধারাবাহিকভাবে কম বেশি ভালো খেলে এসেছি। টেস্ট ক্রিকেটে ইতিবাচক ব্যাপার হল সাকিব বেশ অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব এখন অধিনায়ক কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব না। সাকিব কিছু কথা বলেছে যেগুলোর গভীরতা আছে।'
ক্রিকেটের অভিজাত এ সংস্করণে ভালো কিছু দেখতে চাইলে সাকিবকে আরও সময় দেওয়ার কথা বলেন মাশরাফি, 'ওকে সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো আবার। কিছুটা সময় লাগবে। কারণ আপনি অনেক দূর পিছিয়ে গেছেন আবার সামনে এগোতে গেলে, বিশেষ করে টেস্ট ক্রিকেট...আরেকটা কথা ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা, যেটায় আমরা অভ্যস্ত না। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এই দুই জায়গায় কিন্তু ডিউক বলে খেলা হয়। ডিউক বলে মানিয়ে নেওয়া খুব কঠিন। এগুলো সব বিবেচনায় নিয়ে...আপনি হুট করে দলকে চাপ দিলেও হবে না।'
সাকিবকে বার্তা দেওয়ার প্রসঙ্গ উঠে আসলে সাবেক অধিনায়ক বলেন, 'সবচেয়ে অভিজ্ঞ মাথা যাকে আমরা পেয়েছি। সুতরাং সাকিবকে বার্তা দেওয়ার কিছু নাই। সাকিব জানে কীভাবে দল পরিবর্তন করতে হবে। এর আগেও দুইবার সে অধিনায়কত্ব করেছে। আমি মনে করি সাকিব সব জানে কীভাবে সামলাতে হয়। মানে কীভাবে পরিবর্তন করতে হবে দলটাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিকল্পনার বিকল্প কিছু নেই। পরিকল্পনা না করলে অন্তত এই ফরম্যাটে সামনে এগিয়ে যাওয়ার...হ্যাঁ ফ্লুক হয়তো পাবেন একটা-দুইটা ম্যাচ জিতবেন মাঝখানে। কিন্তু গ্রাফটা উপরের দিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে অনেক সময় লেগে যাবে।'
Comments