'সাকিব অধিনায়ক হলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে'

মাঠে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। ব্যাট হাতে রান খরা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। বাধ্য হয়েই তাই নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উঠে আসছে অনেক নামই। তরুণ নেতৃত্বের কথাও উঠছে। তবে টাইগারদের দায়িত্বে সাকিব আল হাসান ফিরলে দলের জন্য খুবই ভালো হবে বলে মনে করেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গত কয়েক বছরে অবশ্য বাংলাদেশের টেস্ট সংস্করণে খুব একটা নিয়মিত মুখ নন সাকিব। ইনজুরির কারণে খেলেননি কিছু ম্যাচ। আবার কিছু মিস করেছেন ব্যক্তিগত কারণে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। তবে টেস্ট সংস্করণই সাকিবের মূল লক্ষ্য বলে জানান সুজন, 'সাকিব সব সময় টেস্ট খেলতে চায় এখন। আমি জানিনা কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।'
ক্রিকেট জ্ঞানের গভীরতার কারণেই সাকিব সেরা অপশন হতে পারেন বলে মনে করেন টিম ডিরেক্টর, 'সাকিবের সঙ্গে ক্যাপ্টেসি নিয়ে আমার কোনো কথা হয় নি। তবে অন্যান্য বিষয়ে আমাদের কথা হয়। এই টেস্ট ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজ) নিয়ে গতকালও কথা বলেছি বেশ কিছু। ম্যাচের সিচুয়েশন বা অন্যান্য কিছু নিয়ে। খেলার প্রতি তার জ্ঞান অনেক, সবসময় যেটা হয় ওর সঙ্গে কথা বলে সেই আরামটা পাওয়া যায়। ও যেভাবে সবার সাথে মিশতে পারে, আমার মনে হয় ও যদি ক্যাপ্টেন্সি পায় তাহলে সেটি দলের জন্য খুবই ভালো হবে।'
সাম্প্রতিক সময়ে সাকিবের ফিটনেসেও দারুণ খুশি সুজন, 'সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমার মনে হয় সে টেস্ট ম্যাচ উপভোগ করে। এটার প্রমাণ হিসেবে আমি মনে করি দুটো টেস্ট ম্যাচে সাকিব যে পরিমাণ বল করেছে, কবে সাকিব একটানা এতো বোলিং করেছে আমার মনেও নেই। আমাদের ভয় ছিল দুটো টেস্ট ম্যাচে সাকিব বেশি বোলিং করবে না, কিন্তু সে প্রমাণ করেছে নিজেকে। ম্যাচের আগে ওর ফিটনেস নিয়ে অনেক কথা উঠেছিল। আমি মনে করি যে বল হাতে সাকিব অলওয়েজ গ্রেট।'
ব্যাট হাতে সে অর্থে ভালো না করলেও সাকিবের বোলিং নিয়ে উচ্ছ্বসিত তিনি, 'ব্যাট হাতে তেমন বড় কিছু করতে পারেনি। আমি মনে করি ও দায়িত্ব পেলে... ও তো দুই তিন বছর খেলবে। যতদিনই খেলে ওদের উচিত বাংলাদেশের জন্য কিছু করা। বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া। সিনিয়র যারা আছে তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক তাদের দায়িত্ব বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া।'
সাকিব ছাড়াও বিসিবির ভাবনায় আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তরুণদের মধ্যে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের কথাও উঠে আসছে। তবে শেষ পর্যন্ত যদি টেস্টের অধিনায়কত্ব পেলে সাকিবের মধ্যেও পরিবর্তন আসতে পারে বলে জানান এ বোর্ড পরিচালক, 'যদি সাকিব খেলতে চায়, সাকিব দিতে চায়, আমি মনে করি সেটা সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট ক্যাপ্টেন হবে বা তামিমও আছে। মাহমুদউল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছে, মুশফিকও আছে। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার। তো কে হবে আমি জানি না।'
Comments