বিপিএল ২০২২

সাকিব-গেইলের সঙ্গে বরিশালে ব্রাভো

dj bravo
ফাইল ছবি

বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছ থেকে অনাপত্তিপত্র পাননি তিনি। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দলে টেনেছে বরিশাল।

শনিবার ফ্র্যাঞ্চাইজিটির মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্লেয়ার্স ড্রাফটের বাইরের একজন দেশি ক্রিকেটার হিসেবে বরিশালে আছেন সাকিব আল হাসান। ব্রাভোর আগে ফ্র্যাঞ্চাইজিটি দলে অন্তর্ভুক্ত করেছে আরও তিন ক্যারিবিয়ান খেলোয়াড়কে। তারা হলেন 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিপিএলে নিয়মিত মুখ ব্রাভো। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ৩৮ বছর বয়সী এই তারকা এর আগে খেলেছেন চিটাগং কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। আগামী ২১ জানুয়ারি থেকে আসরটি মাঠে গড়াবে তিনটি ভেন্যুতে।

ফরচুন বরিশাল:

সরাসরি: সাকিব আল হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

ড্রাফট থেকে বিদেশি: ওবেড ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago