সাকিব বিশাল প্রভাব তৈরি করেছে: মরগ্যান

Shakib Al Hasan
ছবি: বিসিসিআই

প্রথম তিন ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করায় একাদশে জায়গা হারিয়েছিলেন সাকিব আল হাসান। ভারতে চার ম্যাচ আর সংযুক্ত আরব আমিরাত পর্বে টানা পাঁচ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স একাদশে থেকেছেন উপেক্ষিত। তবে সুযোগ পেয়ে ফিরেই বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সে অধিনায়ক ওয়েন মরগ্যানের মন কেড়েছেন তিনি।

রোববার দুবাইতে সানরাইজার্স হায়দরবাদকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা। মন্থর উইকেটে হায়দরবাদ থেমে যায় মাত্র ১১৫ রানে। ওই রান পেরুতেও অবশ্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে মরগ্যানদের।

দলের জয়ে বল হাতে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। থিতু ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকেও সরাসরি থ্রোতে করেন রান আউট করে রাখেন বড় অবদান।

ম্যাচ শেষে ৫৭ রান করা শুভমান গিল ও সাকিবের প্রশংসা করেন নাইট রাইডার্স অধিনায়ক। তার মতে ম্যাচে বিশাল প্রভাব তৈরি করেছেন বাংলাদেশের তারকা,  'গিল ভালো খেলেছে। তবে সাকিব ভীষণ (ভালো)। তার মতন অভিজ্ঞ একজনকে দলে পাওয়া বিলাসী ব্যাপার। আজ বিশাল প্রভাব তৈরি করেছে সে।'

এবার কলকাতার পথচলা দুই রকমের। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট স্থগিতের আগে ভারতে ৭ ম্যাচে মাত্র দুটিতে জিতেছিল তারা। বিরতির পর আমিরাত পর্বে ৬ ম্যাচে এসেছে ৪ জয়। পয়েন্ট টেবিলের চারে অবস্থান করা নাইট রাইডার্সের প্লে অফে খেলার সম্ভাবনা এখন যথেষ্ট। এক মৌসুম পর সেরা চারে জায়গা পেতে দল ঠিক পথেই আছে বলে মনে করেন অধিনায়ক,  'গত বছর আমরা প্লে অফে খেলতে পারিনি। আমরা জানি আমাদের স্কোয়াড কত ভাল। আমরা ভালো ক্রিকেট খেলতে মনোযোগ দিচ্ছি। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের মনোভাব, প্রয়োগ সব ঠিক ছিল।'

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

9m ago