'সাকিব ভাই যেখানে আছে, সেখানে কীভাবে কী?'

Mehidy Hasan miraz
বিএসপিএ বর্ষসেরা ক্রিকেটার-২০২১ এর পুরস্কার নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক বেছে নিতে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনটি নাম এসেছিল। তাদের মধ্যে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে তৃতীয় দফায় উঠেছে নেতৃত্ব। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তালিকার অন্য নামটি মেহেদী হাসান মিরাজ বলেই ধারণা করা হচ্ছে। তবে অধিনায়কত্ব না পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে এই ক্রিকেটার জবাব দিয়েছেন, এই মুহূর্তে সাকিবই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।

গতকাল বৃহস্পতিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন সাকিবের নাম। লাল বলের ক্রিকেটের দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা লিটনকে। তবে বিস্ময়করভাবে তাদের দায়িত্বের মেয়াদ কতদিন তা নিশ্চিত করেননি বিসিবি প্রধান।

শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মিরাজ। এরপর গণমাধ্যমের কাছে এই অফ স্পিনিং অলরাউন্ডার বলেছেন, সাকিব যখন তালিকায় থাকেন, তখন অন্য কারও অধিনায়ক হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে, 'সাকিব ভাই যেখানে আছে, সেখানে কীভাবে কী? সাকিব ভাই তো মনে করেন বাংলাদেশকে অনেক দিন লিড করছে। সাকিব ভাই অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী, আমি মনে করি, সাকিব ভাই বেস্ট। আরও যে সিনিয়র আছে, দায়িত্ব নেওয়াটা গুরুত্বপূর্ণ।'

আঙুলের চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলা হয়নি মিরাজের। ইতোমধ্যে অবশ্য সেরে উঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তৈরি তিনি। এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে কোনো ভাবনা নেই তার, 'আমরা এখন আস্তে আস্তে খেলছি, তাদের দেখে শিখছি। তাদের দেখে শিখব, আমাদের এক্সপেরিয়েন্স আরও ভালো হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা আপনি বললেন, নাম আছে। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।'

নেতৃত্ব পাওয়া-না পাওয়ার বিষয়টিকে এখনই খুব গুরুত্ব দিতে নারাজ মিরাজ। বরং খেলোয়াড় হিসেবে পারফর্ম করে বাংলাদেশ দলকে সাফল্য পাইয়ে দিতে মনোযোগী তিনি, 'আমি এটাই চেষ্টা করি সবসময় যে নিজে প্রতিনিয়ত পারফর্ম করার জন্য। যেটা আপনি বলেছেন, কখনও আমার মাথায়ও ঢোকেনি। কারণ, নিজের পারফরম্যান্স এবং দল কীভাবে রেজাল্ট করে এটা নিয়েই সবসময় চিন্তা করি।'
 

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

6h ago