‘সাদা বলে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক’

MS Dhoni & Ravi Shastri
ছবি: ফাইল ছবি (পিটিআই)

ওয়ানডে, টি-টোয়েন্টি দুটি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরোয়া ক্রিকেটে আইপিএলে সাফল্য। সীমিত সংস্করণের ক্রিকেটে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির অপ্রাপ্তি নেই কিছুই। তবে সর্বকালের সেরার বিচারে উঠে আসে ক্লাইভ লয়েড, স্টিভ ওয়াহ, রিকি পন্টিংসহ আরও কিংবদন্তিদের নাম। কিন্তু ভারতের প্রধান কোচ ও সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করেন বাকি কেউ অধিনায়ক হিসেবে ধোনির ধারে কাছেও নেই।

একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্ব আসরে তিনটি শিরোপা জেতার অনন্য নজির আছে ধোনির। ২০০৭ সালে জেতেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে তার হাত ধরে দীর্ঘ খরা কাটিয়ে ভারত পায় ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও উঁচিয়ে ধরতে পেরেছিলেন ধোনি।

ওয়াহদের আমলে অবশ্য এতগুলো বৈশ্বিক আসরও ছিল না। থাকলে তারাও তা জিততেন কিনা সেই প্রসঙ্গের দিকে যাওয়ারই দরকার মনে করছেন না শাস্ত্রী।  ফ্যানকোড ডটকম নামের এক ভিডিও পোর্টালে শাস্ত্রী নির্দ্বিধায় জানিয়েছেন ধোনির শ্রেষ্ঠত্ব,   'সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ধোনি সর্বকালের সেরা। বৈশ্বিক আসরে তার রেকর্ড দেখুন। সে কি জেতেনি। সব আইসিসি টুর্নামেন্ট জিতেছে, দুটো বিশ্বকাপ জিতেছে, আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ কিছুই বাদ নেই। তার ধারেকাছেও কেউ নেই। অবশ্যই সে সর্বকালের  সেরা। তাকে বলতে পারেন "দ্য কিং কং"'

কঠিন পরিস্থিতিতেও ধোনিকে দেখা যায় নির্বিকার। আবেগ নিয়ন্ত্রণ করে মগজ দিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি। এই গুণের কারণেই ধোনিকে সেরা বলতে কোন সংকোচ নেই শাস্ত্রীর, 'ধোনির অধিনায়কত্বে একটা আলাদা স্থিরতা আছে, একটা নিয়ন্ত্রণ আছে। কোন পরিস্থিতিতে প্রতিপক্ষ হয়ত চার-ছক্কা মারছে। কিন্তু ধোনিকে দেখলে মনে হবে সে স্থির, পুরো পরিস্থিতি তার মুঠোর মধ্যে।'

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ধোনির সঙ্গে কাজ করা হবে শাস্ত্রীর। ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপে মেন্টর হিসেবে দলের সঙ্গে রেখেছে সাবেক অধিনায়ক ধোনিকে। প্রধান কোচ শাস্ত্রীর পাশাপাশি দলের সিদ্ধান্ত, পরিকল্পনায় তাই অংশ থাকছেন ধোনি। বিশ্বকাপের পর পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শাস্ত্রী।

 

শাস্ত্রীর সরে যাওয়া আর ধোনির মেন্টর হওয়া মিলিয়ে ভারতীয় গণমাধ্যমে তৈরি হচ্ছিল নানান খবর। তবে অধিনায়ক ধোনির প্রশংসায় ভেসে শাস্ত্রী আপাতত সেসব কিছু আড়াল করে দিলেন।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

26m ago