সাড়ে তিন বছর পর শীর্ষে সাকিব, সেরা দশে মোস্তাফিজ

Shakib Al Hasan & Mustafizur Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে দেওয়ার পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও দারুণ ফল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানিস্তানের  মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। সিরিজ জুড়ে দুর্দান্ত বল করা মোস্তাফিজুর রহমান দিয়েছেন বড় লাফ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে এসেছেন তিনি।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতে বাংলাদেশ পায় সুখবর। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের আগে আফগানিস্তানের মোহাম্মদ নবি ছিলেন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের কোন খেলা নেই। আর বাংলাদেশের অনেকগুলো খেলা থাকায় চিত্রটা দ্রুত বদলে দেন সাকিব।  সাকিব-নবির পর টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের পরের নামগুলো বেশ কৌতূহল জাগানিয়া। তিন নম্বরে আছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। ওমানের কাওয়ার আলি চারে এবং কেনিয়ার কলিন্স ওবুইয়া আছেন পাঁচে। 

২০১৭ সালের অক্টোবরের পর আবার টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন বাংলাদেশি এই তারকা। এই সময়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাকিব আছেন ৫৩ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন দ্বাদশ স্থানে।

পেসার মোস্তাফিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে  ছিলেন অসাধারণ। ওভারপ্রতি সাড়ে তিনের মতো রান দিয়ে নেন ৭ উইকেট। এই নৈপুণ্যে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উত্তরণ হয়েছে তার। ৩০ থেকে ২০ ধাপ এগিয়ে নিয়ে ঠাঁই নিয়েছেন ১০ নম্বরে। মোহাম্মদ সাইফুদ্দিন ২৬ ধাপ এগিয়ে আছেন ৪৩ নম্বরে। ১০৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জায়গা হয়েছে অজিদের বিপক্ষে ৮ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার এক ধাপ এগিয়ে উঠেছেন সাত নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম চারটি স্থানই থাকছে রিস্ট স্পিনারদের দখলে।

এক নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান স্পিনার তাবরাইজ শামসি। দুইয়ে শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান তিনে, চারে ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগান অফ স্পিনার মুজিব উর রহমান আছেন পাঁচে। 

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে আছেন ৩৩ নম্বরে।  অস্ট্রেলিয়া সিরিজ হারলেও সবচেয়ে বেশি রান করা মিচেল মার্শ চার ধাপ এগিয়ে আছেন ২১ নম্বরে। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে একে আছেন ইংল্যান্ডের দাবিদ মালান, দুইয়ে পাকিস্তানের বাবর আজম। তিনে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, চারে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ভারত অধিনায়ক বিরাট কোহলি আছেন পাঁচে।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে বদল। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে কোহলিকে চারে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago