সুপার সিক্সে মোহামেডানকে মিস করছে আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে এবার বেশ আলোচনার সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের বেশ কিছু তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে পুরনো দিন ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়েছিল দলটি। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি তারা। জায়গা করে নিতে পারেনি সুপার সিক্সে। তবে মোহামেডানের এমন পারফরম্যান্সে হতাশ চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেডও।
Khaled mahmud sujon

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগে এবার বেশ আলোচনার সৃষ্টি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেশের বেশ কিছু তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে পুরনো দিন ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়েছিল দলটি। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি তারা। জায়গা করে নিতে পারেনি সুপার সিক্সে। তবে মোহামেডানের এমন পারফরম্যান্সে হতাশ চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেডও। 

আশির দশকের শেষ ভাগ থেকে নব্বই দশক পর্যন্ত দেশের প্রায় সব ধরণের ক্রীড়াঙ্গনে মূল দ্বৈরথটা ছিল মোহামেডান ও আবাহনীর মধ্যে। মাঠে যেমন লড়াই ছিল দুই দলের, তেমনি তা ছড়িয়ে পড়ত মাঠের বাইরেও। এ দুই দলের কোনো খেলা মানেই দুই ভাগ পুরো দেশ। কিন্তু সময়ের আবর্তে সেই লড়াইও নেই, পাগলাটে সমর্থকও নেই। মূলত বর্তমানে জুতসই দলই গড়তে না পারার কারণেই পিছিয়ে পড়ে মোহামেডান। কিন্তু এবার ভালো দল গড়েও পারল না ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে।

সুপার সিক্সের ম্যাচে মাঠে নামার আগে রোববার হতাশাই ঝরল আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে, 'খুবই হতাশ আসলে, মোহামেডানের যে দল ছিল সেটা অবশ্যই সুপার লিগ খেলার মতো। আবাহনী-মোহামেডান অবশ্যই বড় ম্যাচ, সারা দেশব্যাপী এই ম্যাচের একটা উদ্দীপনা আছে। আমি ছোটবেলা থেকেই আবাহনী আমার বড় ভাই মোহামেডান। এটা তো বাসার কথা। তবে সত্যি মিস করবো মোহামেডানকে বা ওদের সঙ্গে ম্যাচটাকে। দল হিসেবে ভাল করতে পারেনি বলে ওরা সুপার লিগ খেলতে পারছে না।'

প্রথম রাউন্ডের ১০ ম্যাচ শেষে এবার ৫টি জয়ে ১০ পয়েন্ট পায় মোহামেডান। তবে সমান ১০ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সও। তবে দুটি দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে হেরে গেছে মোহামেডান। যে কারণে নিয়ম অনুযায়ী সেরা ছয়ে জায়গা করে নিতে পারেনি দেশের ঐতিহ্যবাহী দলটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago