সুমন-মেহরাবদের মুখোমুখি আকরাম-নান্নু

victory day t-20
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ঐতিহ্য মেনে এবারও বিজয় দিবসের দিনে ব্যাট-বল হাতে নামছেন দেশের সাবেক ক্রিকেটাররা। মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, হাবিবুল বাশার সুমনদের বিপক্ষে লড়বেন আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নুরা।

আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৫০তম বিজয় দিবসে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বিসিবি। বরাবরের মত এবারও শহীদ জুয়েল একাদশ ও শহীদ মোশতাক একাদশে ভাগ হয়ে খেলবেন দেশের সাবেক ক্রিকেটাররা।

বিসিবি জানায়, বিজয় দিবসের দিন সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচ। খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে।  

শহীদ জুয়েল একাদশ:   মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হসেন, সাজ্জাদ আহমেদ শিপন, হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, সাইফুদ্দিন আহমেদ বাবু, মুশফিকুর রহমান, মোরশেদ আলি খান, মঞ্জুর ইসলাম, ওয়াহিদুল গনি।

শহীদ মোশতাক একাদশ:  জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সিজান, আতাহার আলি খান, হাসিবুল হোসেন শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলি, সানোয়ার হোসেন, আজহার হোসেন সান্টু, ফাহিম মুনতাসির সুমিত।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

55m ago