এক সেঞ্চুরিতে দুই মাইলফলক তামিমের
সেঞ্চুরিটা পেতে পারতেন আগের ম্যাচেই। নার্ভাস নাইন্টিজের স্বীকার হয়েছেন সেদিন। তবে এদিন আর কোনো আক্ষেপ রাখেননি তামিম ইকবাল। অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি করেই ফিরেছেন। তাতে নতুন দুটি মাইলফলক স্পর্শ করেছেন এ ওপেনার।
সাভারের বিকেএসপিতে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ছিলেন তামিম। লিস্ট-এ ক্রিকেটে এটা তার ২০তম সেঞ্চুরি। তারসঙ্গে সেঞ্চুরি তুলে হার না মানা ১২২ রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়ও।
দেশের ক্রিকেটারদের মধ্যে তামিমই প্রথম ২০টি সেঞ্চুরি করলেন। একই সঙ্গে এদিন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ১০ হাজার রানও পূরণ করেন তিনি। দুটি মাইলফলকের দিনে তার দলও পেয়েছে বড় জয়। ১০ উইকেটের ব্যবধানে তারা হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।
১০ হাজার রান হতে ৯৭ রান পেছনে থেকে এদিন মাঠে নামেন তামিম। শুরুতে দেখেশুনেই খেলেন। এক পর্যায়ে তার রান ছিল ৩১ বলে ১৯। শেষ পর্যন্ত ৫৭ বলে পূরণ করেন ফিফটি। তবে এরপর তাণ্ডব চালান এ ব্যাটার। ২১ বলে আসে পরের ফিফটি। ৭৮ বলে পেয়ে যান সেঞ্চুরি। নাসুম আহমেদকে ছক্কা মেরেই ২০তম সেঞ্চুরি ও ১০ হাজার রানের মাইলফলকে পা রাখেন তামিম।
দেশের ক্রিকেটারদের মধ্যে সেঞ্চুরিতে তামিমের কাছ থেকে বেশ দূরেই আছেন দ্বিতীয় স্থানে থাকা এনামুল হক বিজয়। এদিন ১৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ওপেনার। পূরণ করেছেন এবারের আসরের হাজার রানও। তবে ১০ হাজার রানের পথে খুব কাছেই অবস্থান করছেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ ৯ হাজার ৭৭৬ রান।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৯ রান তুলে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। করিম জানাত ও রুবেল হোসেনের তোপের পর অধিনায়ক মার্শাল আইয়ুব ও সাদ নাসিমের ফিফটিতে এ পুঁজি পায় দলটি। ৯৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন নাসিম। মার্শাল ৫৮ রান করেন ৯০ বলে। প্রাইম ব্যাংকের হয়ে করিম ও রুবেল ৪টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় অনেকটা হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছায় প্রাইম ব্যাংক। দুই ওপেনার তামিম ও বিজয় শুরুতে দেখে খেললেও এক পর্যায়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন। দুইজনই সেঞ্চুরি তুলে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করেন তারা।
Comments