সেরা দশ থেকে ছিটকে গেলেন কোহলি

Virat Kohli

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। না খেলার ফল হিসেবে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারতের এই তারকা ব্যাটারের। সেরা দশ থেকে ছিটকে গেছেন তিনি।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ নিচে নেমে ১৫ নম্বরে অবস্থান করছেন কোহলি। তার রেটিং পয়েন্ট ৬১২।

ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজসেরার পুরস্কার জেতেন ভারতের শ্রেয়াস আইয়ার। অপরাজিত তিনটি হাফসেঞ্চুরিতে ২০৪ রান করার সুবাদে বড় লাফ দিয়েছেন তিনি। ২৭ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৮ নম্বরে। এটা তার ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট ৬০০।

উন্নতি হয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৫ রানের ইনিংস খেলার ফলস্বরূপ ছয় ধাপ এগিয়েছেন তিনি। সেরা দশে ঢুকে তিনি অবস্থান করছেন নয়ে।

সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম গড়েছেন ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরির কল্যাণে তিনি উঠেছেন ১২ নম্বরে। আরব আমিরাতের কোনো ক্রিকেটারের এটাই সর্বোচ্চ ব্যাটিং রাঙ্কিং। এর আগে ২০১৭ সালে ১৩তম স্থান দখল করেছিলেন শাইমান আনোয়ার।

বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো চল্লিশের ভেতরে ঢুকেছেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা। ভারতের বিপক্ষে সিরিজে তিনি নেন ৫ উইকেট। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছেন আরব আমিরাতের রোহান মুস্তাফা। বাছাইপর্বে ৯৬ রান করার পাশাপাশি তিনি নেন ৮ উইকেট।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে পাকিস্তানের বাবর আজম ব্যাটিং, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি বোলিং ও আফগানিস্তানের মোহাম্মদ নবি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। তারা সবাই ধরে রেখেছেন শীর্ষস্থান।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

7h ago