সৌম্যর পর শুভাগতর সেঞ্চুরি, হাতছাড়া তানজিদের

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আগের দিনই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ওয়াল্টন মধ্যাঞ্চলকে ভালো অবস্থানে এনেছিলেন সৌম্য সরকারকে। এদিন তার সঙ্গে সেঞ্চুরি তুলে নিয়েছেন শুগাভত হোমও। অপর ম্যাচে নার্ভাস নাইন্টিজের স্বীকার হয়েছেন হয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষে দক্ষিণাঞ্চলের চেয়ে ৩৮৯ রানে এগিয়ে আছে মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ৪৮১ রান করে দলটি। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯২ রান তুলেছেন দক্ষিণাঞ্চল।
আগের দিনের ৪ উইকেটে ২৯৩ রান নিয়ে ব্যাট করতে নামা মধ্যাঞ্চল এদিন শেষ ছয় উইকেট হারিয়ে আরও ১৮৮ রান যোগ করে। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া সৌম্য শেষ পর্যন্ত খেলেছেন ১৫০ রানের ইনিংস। ২৯২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।
সেঞ্চুরি তুলে নেন তার সঙ্গে অপরাজিত থাকা শুভাগত হোমও। তার ব্যাট থেকে আসে ১৫২ রান। ২১১ বলে ১৮টি চারের সাহায্যে নিজের এ ইনিংস খেলেন এ অলরাউন্ডার। সৌম্যর সঙ্গে গড়েন ১৯৩ রানের জুটি। মূলত এ দুই ব্যাটারের ব্যাটেই বড় সংগ্রহ পেয়ে যায় দলটি।
দক্ষিণাঞ্চলের পক্ষে ১২৯ রানের খরচায় ৫টি উইকেট পান রিশাদ হাসান। এছাড়া ২টি শিকার করেন নাসুম আহমেদ।
নিজেদের প্রথম ইনিংসে দলীয় ৪ রানেই এনামুল হক বিজয়কে হারালেও পিনাক ঘোষ ও অমিত হাসানের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে দিনটা ভালোভাবেই পার করেছে দক্ষিণাঞ্চল। পিনাক ৬৭ ও অমিত ২৫ রানে উইকেটে আছেন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে ১২৭ রানে এগিয়ে আছে উত্তরাঞ্চল। নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায় তারা। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৭ রান করে দিন শেষ করেছে পূর্বাঞ্চল।
আগের দিনের বিনা উইকেটে ৭১ রানে ব্যাট করতে নামা উত্তরাঞ্চল শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তানজিদ। ৯১ রানের ইনিংস খেলেন তিনি। ২০৬ বলে ১৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
মাহিদুল ইসলাম অংকন ও শরিফুল্লাহ অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন। ৮৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান করে আউট হন শরিফুল্লাহ। ৯৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৮ রান করেন অংকন। জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে আসে ৩৭ রান।
পূর্বাঞ্চলের পক্ষে ৫৬ রানের খরচায় ৫টি উইকেট পেয়েছেন ইরফান হোসেন। ৮৭ রানের বিনিময়ে ৩টি উইকেট পান তানভির ইসলাম। এছাড়া ২টি উইকেট পান নাঈম হাসান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭ রান করেছে পূর্বাঞ্চল। ইমরুল কায়েস ১ ও মোহাম্মদ আশরাফুল ১৪ রানে ব্যাটিংয়ে আছেন।
Comments