‘স্টার্ক-হ্যাজেলউডও মানুষ, তারাও খারাপ বল করবে’

Mitchell Starc
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার এই দল ব্যাটিংয়ের দিক থেকে কিছুটা অভিজ্ঞতার ঘাটতিতে। কিন্তু তাদের বোলিং বেশ শক্তিশালী। বিশেষ করে পেস আক্রমণে আছেন অন্যতম সেরা দুই পারফর্মার মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড। বাংলাদেশের ব্যাটসম্যানরা এই দুজনকে কীভাবে সামলায় তা দেখার কৌতূহল অনেকের। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, মাথা পরিষ্কার থাকলেই সামলানো সম্ভব এই দুজনকে।

প্রায়ই ঘণ্টায় ১৪৫ কিমির বেশি গতিতে বল করে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেন স্টার্ক। বাঁহাতি এই পেসার গতির সঙ্গে জায়গায় বল ফেলার জন্য ভীষণ দক্ষ।

ছোট ছোট স্যুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্স আদায় করে ব্যাটসম্যানদের ভোগাতে পারেন তিনি। তবে অজিদের পেস আক্রমণের সেরা দুই ভরসাকে নিয়ে এত ভয় পাওয়ার কারণ দেখছেন না ডমিঙ্গো,  'মিচেল স্টার্ক আর জস হ্যাজেলউড দুজনেই মানসম্পন্ন বোলার। আমরা তাদের ফুটেজ দেখছি। দিনশেষে তারাও মানুষ, তারাও বাজে বল করবে। আমাদের মাথা পরিষ্কার করে খেলতে হবে যেন খারাপ বলগুলো কাজে লাগাতে পারি। আমরা জানি তারা কি মানের বোলার কিন্তু তাদের তো খেলতে হবে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১ উইকেট নিয়ে স্টার্ক সিরিজ সেরা হলেও টি-টোয়েন্টি সিরিজে বেশ ভুগেছেন তিনি। পাঁচ ম্যাচে ১ উইকেট নিতে খরচ করেন ওভারপ্রতি ৯ রানের বেশি। তবে হ্যাজেলউড বেশ ভালো বল করেছেন। আটের নিচে রান দিয়ে নেন ৪ উইকেট।

মিরপুরের উইকেটে স্পিনাররাই পান বেশি সহায়তা। তবু অজিদের এই দুই পেসার সমস্যা তৈরি করতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago