স্টোকসের বিদায়ের মঞ্চ মাতালেন ডাসেন, নরকিয়া

Ben Stokes
এইডেন মারক্রামের বলে আউট হয়ে ফিরছেন বেন স্টোকস। ছবি- টুইটার

আকস্মিক ঘোষণা দেওয়ার পর ক্যারিয়ারের শেষ ওয়ানডেটা খেলতে নেমেছিলেন বেন স্টোকস। কিন্তু বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার পারলেন না নিজের শেষটা রাঙাতে। তার বিদায়ী মঞ্চে দারুণ এক সেঞ্চুরি করলেন রাসি ফন ডার ডুসেন, ব্যাটে ঝড় তুলে বল হাতেও অবদান রাখলেন এইডেন মারক্রাম । আনরিক নরকিয়া দেখালেন পেসের ঝাঁজ। ইংল্যান্ডকে সহজেই ধরাশায়ী করল দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ডাসেনের ১৩৪, মারক্রামের ৭৭ রানের ইনিংসে ভর করে  ৫ উইকেটে ৩৩৩ করে প্রোটিয়ারা। নরকিয়ার ৪ উইকেটে ২৭১ রানে আটকে যায় ইংল্যান্ড।

বড় রান তাড়ায় শুরুটা বেশ ভালই করেছিল ইংল্যান্ড। জেসন রয় আর জনি বেয়ারস্টো মিলে গড়েছিলেন শতরানের জুটি। বেয়ারস্টো ৭১ বলে ৬৩ ও রয় ৬২ বলে ৪৩ করে ফেরার পর ধস নামে ইংল্যান্ড ইনিংসে। রানের চাকাও হয়ে যায় শ্লথ।

তাবরাইজ শামসির সঙ্গে স্পিনে গুরুত্বপূর্ণ ২ উইকেট নেন মারক্রাম । নরকিয়া মুড়ে দেন বাকি ইনিংস। চারে নামা স্টোকসের দিকে আগ্রহ ছিল সবার। কিন্তু ইংল্যান্ডের টেস্ট কাপ্তান নিজের শেষ ওয়ানডেতে ব্যর্থ। ১১ বলে ৫ রান করে তিনি এলবিডব্লিউ হয়ে ফেরেন মারক্রামের বলে।

টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টেন ডি কক ফেরেন থিতু হয়েই। স্যাম কারানের পেসে ২২ বলে ১৯ করে বিদায় নেন তিনি। আরেক প্রান্তে ইয়ানেমান মালান টিকে যান। ১১৪ বলে আসে ১০৯ রানের জুটি। ৭৭ বলে ৫৭ করে মঈন আলির শিকার হন মালান।

তবে প্রোটিয়া ইনিংসের গতিপথ বদলে যায় পরের জুটিতেই। ডাসেন-মারক্রাম  মিলে বড় জুটির সঙ্গে রানের চাকায় আনেন দারুণ গতি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১২২ বলে ১৫১ রান।

১১৭ বলে ১০ চারে ডাসেনের ১৩৪ রানের ইনিংস থামেন লিয়াম লিভিংস্টোনের লেগ স্পিনে। তার আগে ৬১ বলে ৯ চারে ৭৭ করে লিভিংস্টোনের শিকার হন মারক্রামও। শেষ দিকে ডেভিড মিলার নেমে ১৪ বলে ২৪ করে দলকে নিয়ে যায় শক্ত ঠিকানায়।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৩/৫ (মালান ৫৭, ডি কক ১৯, ফন ডাসেন ১৩৪, মারক্রাম ৭৭, মিলার ২৪*, ক্লাসেন ১২, ফেলুকওয়ায়ো ০*; কারান ১/৬৭, পটস ০/৩৩, মইন ১/৪৭, কার্স ১/৪৬, স্টোকস ০/৪৪, রশিদ ০/৬৩, লিভিংস্টোন ২/৩০)

ইংল্যান্ড: ৪৬.৫ ওভারে ২৭১ (রয় ৪৩, বেয়ারস্টো ৬৩, রুট ৮৬, স্টোকস ৫, বাটলার ১২, লিভিংস্টোন ১০, মইন ৩, কারান ১৮, কার্স ১৪, রশিদ ০, পটস ৩*; মহারাজ ১/৪২, এনগিডি ১/৪৯, নরকিয়া ৪/৫৩, শামসি ২/৫৩, ফেলুকওয়ায়ো ০/১৭, মারক্রাম ২/২৫, প্রিটোরিয়াস ০/২৬)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দা ম্যাচ: রাসি ফন ডার ডাসেন

Comments

The Daily Star  | English

UN says cross-border aid to Myanmar requires approval from both govts

The clarification followed Foreign Adviser Touhid Hossain's statement on Sunday that Bangladesh had agreed in principle to a UN proposal for a humanitarian corridor to Myanmar's Rakhine State

2h ago