হঠাৎ আইপিএল ছাড়লেন গেইল

ওয়েস্ট ইন্ডিজের খেলা ফেলেও এক সময় আইপিএল বেছে নিয়েছিলেন ক্রিস গেইল। ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি জগতের বড় এই নাম আইপিএল চলাকালীন সময় এই আসর থেকে দূরে থাকবেন এটা যেন ভাবাই যায় না। তবে এবার টুর্নামেন্টের কয়েক ম্যাচে বাকি থাকতেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
আইপিএলে গেইলের দল পাঞ্জাব কিংস এক বিবৃতিতে জানিয়েছে, টানা জৈব সুরক্ষা বলয়ের ধকলে হাঁপিয়ে উঠেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ৪২ পেরুনো গেইল আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সতেজ করতে আইপিএলের বলয় ছেড়ে বেরিয়ে গেছেন।
পাঞ্জাব জানিয়েছে, বৃহস্পতিবারই দলের হোটেল ছেড়েছেন ক্যারিবিয়ান এই তারকা। পাঞ্জাবের পাঠানো বিবৃতিতে গেইল নিজেই সরে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন, 'কয়েক মাস ধরে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বলয়ে ছিলাম। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কারণে আরেকটি সুরক্ষা বলয়ে ঢুকতে হয়, এটি শেষ হতেই আইপিএলে বলয়ে ঢুকেছি। আমার মনে হয়েছে মানসিকভাবে আমার সতেজ হওয়া প্রয়োজন।'
'ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি দুবাইতেই বিরতি নিব। আমি পাঞ্জাবকে ধন্যবাদ জানাই তারা আমাকে ছেড়ে দিয়েছে। আগামী ম্যাচগুলোতে দলের জন্য শুভকামনা রইল।'
সংযুক্ত আরব আমিরাতে চলা আইপিএলের এই অংশে দুই ম্যাচ খেলে গেইল করেছেন ১৫ রান। এবারের মৌসুমে ১০ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে ১৯৩ রান। সর্বোচ্চ ৪৬।
১১ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পাওয়া পাঞ্জাব প্লে অফের লড়াইয়ে গাণিতিকভাবে এখনো আছে। তবে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
এই অবস্থায় গেইলের সরে যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্সের পরিচালক অনিল কুম্বলে দেখছেন উদার দৃষ্টিতেই, 'আমি গেইলের বিপক্ষে খেলেছি এবং পাঞ্জাবের গেইলের কোচও ছিলাম। অনেক দিন থেকেই তাকে চিনি, জানি। তার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তার প্রতি আমার সমর্থন রইল।'
আইপিএলের বলয় ছাড়লেও বিশ্বকাপের আগে দুবাইতেই থাকবেন টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এই ব্যাটার।
Comments