হার্ট অ্যাটাকের পর শঙ্কামুক্ত ইনজামাম

বুকে ব্যথা অনুভব করায় ইনজামাম-উল-হককে হাসপাতালে নেওয়ার পর জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। জরুরি এনজিওপ্লাস্টি করার পর লাহোরের হাসপাতালে শঙ্কামুক্ত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
তিন দিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন ৫১ বছর বয়েসী ইনজামাম। প্রাথমিক পরীক্ষায় তেমন কিছু ধরা না পড়ায় গুরুত্ব দেননি। ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হয়ে আরও গভীর পর্যবেক্ষণে জানা যায় আগেই হার্ট অ্যাটাক করেছেন তিনি।
তবে সোমবার সন্ধ্যায় এনজিওপ্লাস্টের পর তার অবস্থা এখন ভালো। চিকিৎসকরা সাবেক এই ক্রিকেটারকে পর্যবেক্ষণে রেখেছেন।
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর ইনজামাম খেলা ছাড়ার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকসহ বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ক্রিকেটীয় বিষয়ে মতামত দিতে দেখা যায় তাকে।
পাকিস্তানের সব সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ সেঞ্চুরিতে করেছেন ২০ হাজার ৫৫১ রান। অনেকের মতে পেস বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনিই।
Comments