হায়দারাবাদের কাছে হেরে গেল বেঙ্গালুরু

শেষ চার আগেই নিশ্চিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। লক্ষ্যটা ছিল সেরা দুইয়ে জায়গা করতে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে স্পর্শ করা। তবে কাজটা করতে পারেনি দলটি। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া হায়দারাবাদের কাছে হেরেই গেল বিরাট কোহলির দল।
আবুধাবিতে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে হায়দারাবাদ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু।
এ জয়ে হায়দারাবাদের সংগ্রহ হলো ১৩ ম্যাচে ৬ পয়েন্ট। অন্যদিকে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট বেঙ্গালুরুর।
লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরুর। দলীয় ১৮ রানে দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দলটি। এরপর স্কোরবোর্ডে আর ২০ রান যোগ করতে আরও একটি উইকেট হারায় দলটি। তবে চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেন দেবদূত পাডিক্কাল।
এরপর অবশ্য ১৭ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটসম্যান আউট করে ম্যাচে ফেরে হায়দারাবাদ। এরপর শাহবাজ আহমেদের সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের ১৯ রানের জুটিতে জয়ের খুব কাছে চলে এসেছিল বেঙ্গালুরু। কিনু শেষ দিকে রানের গতি বাড়াতে না পেরে চাপে পড়ে যায় দলটি। বিশেষ ১৯তম ওভারে জেসন হোল্ডার মাত্র ৫ রান দিয়ে এক উইকেট পেলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১৩ রান। কিন্তু ৮ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে দারুণ জয় পায় হায়দারাবাদ।
দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন দেবদূত। কিছুটা ধীর গতিতে ব্যাট করে ৫২ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ডি ভিলিয়ার্স করেন অপরাজিত ১৯ রান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রান ওপেনার অভিষেক শর্মাকে হারায় হায়দারাবাদ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার জেসন রয়। গড়েন ৭০ রানের দারুণ এক জুটি।
কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। রানের গতিও বাড়াতে পারেননি পরের ব্যাটসম্যানরা। প্রথম ১৩ ওভারে ১০০ রান তুলে নেওয়া দলটি শেষ ৭ ওভারে রান তুলতে পেরেছে মাত্র ৪১। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন জেসন রয়। ৩৮ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ২৯ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। বেঙ্গালুরুর পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন হার্শাল প্যাটেল। ২টি উইকেট পেয়েছেন ড্যান ক্রিস্টিয়ান।
Comments