হুট করে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন উদানা

বয়স হয়েছে ৩৩, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক খেলা। তবে ইশুরু উদানাকে এসব কোন কিছুই টানল না। হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। শনিবার টুইট করে বিদায় বার্তা দেন উদানা, 'ক্রিকেট বরাবরই আমার ভালোবাসা ছিল, থাকবেও। আমি সবসময় মাঠে ও মাঠের বাইরে সেরাটা দিতে চেয়েছি। ক্রিকেটের চেতনার পক্ষে ছিলাম, জাতীয় গৌরবকে ধারণ করেছি।'
'আমি মনে করি বিদায় বলার সময় হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কারণ পরের প্রজন্মকে পথ তৈরি করে দেওয়া।'
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। অগাস্টের শেষ দিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও খেলবেন তিনি।
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় উদানার। ওই আসরে ফাইনালেও খেলেছিলেন তিনি।
৩৫ টি-টোয়েন্টির ক্যারিয়ারের ৩৩.৮৮ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। লেট অর্ডারে ব্যাটেও কার্যকর ছিলেন। ২০১২ সালে ওয়ানডে অভিষেকের পর ক্যারিয়ার বেশি সমৃদ্ধ হয়নি। ২১ ওয়ানডেতে তার আছে ১৮ উইকেট।
Comments