হোপের সেঞ্চুরিতে জিতল উইন্ডিজ

আইসিসি বিশ্বকাপ সুপার লিগে অবস্থানটা সুবিধার নয় ওয়েস্ট ইন্ডিজের। নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজটা তাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাতে শুরুটা হয়েছে দারুণ। শেই হোপের দারুণ এক সেঞ্চুরিতে টানা চার হারের বৃত্ত ভেঙে জয় তুলে নিয়েছে দলটি।
আমস্টেলভেনের ভিআরএ গ্রাউন্ডে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে ২৪০ রান করে ডাচরা। জবাবে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ক্যারিবিয়ানরা।
এ জয়ে স্থায়ীভাবে সাদা বলের নেতৃত্ব পাওয়া নিকোলাস পুরানের শুরুটা হলো দারুণ। বিশ্বকাপ সুপার লিগে তারা মূল্যবান ১০ পয়েন্ট পায় দলটি। ১৬ ম্যাচে এখন তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আছে তালিকার ১০ নম্বরে।
ডাচদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় ক্যারিবিয়ানরা। সামার ব্রুকের সঙ্গে ১২০ রানের ওপেনিং জুটি গড়েন হোপ। যদিও এর পরপরই ছোট খাট একটা ধস নেমেছিল তাদের। ১৩ রানের ব্যবধানে হারায় তিন উইকেট। কিন্তু এরপর ব্রান্ডন কিংয়ের সঙ্গে ১১৬ রানের আরও একটি দারুণ জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হোপ।
দলের পক্ষে সর্বোচ্চ ১১৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হোপ। ১৩০ বল মোকাবেলা করে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান এ ওপেনার। আন্তর্জাতিক ওয়ানডেতে এটা তার একাদশ সেঞ্চুরি। ৬৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন ব্রুকস। ৫১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন কিং।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় নেদারল্যান্ডসও। ৫৩ রানের ওপেনিং জুটি গড়েন বিক্রমজিত সিং ও ম্যাক্স ও'ডড। এরপর ম্যাক্স আউট হলে মুসা আহমেদকে নিয়ে ৩৯ রানের আরও একটি জুটি গড়েন বিক্রমজিত। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে ছয় নম্বরে নামা তেজা নিদামানুরুর হাফ সেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পেয়ে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তেজা। ৫১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় বিক্রমজিত করেন ৪৭ রান। ম্যাক্সের ব্যাট থেকে আসে ৩৯ রান। উইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট পান কাইল মেয়ার্স ও আকিল হোসেন।
Comments